January 11, 2025

ভূমিকম্পের ক্ষতির মুখে পড়লো কালিয়াগঞ্জ ব্লকের পুড়িয়া মহেশপুর উচ্চ বিদ্যালয়

1 min read
সুচন্দন কর্মকার ঃ- বুধবার ভূমিকম্পের ক্ষতির মুখে পড়লো কালিয়াগঞ্জ ব্লকের পুড়িয়া মহেশপুর উচ্চ বিদ্যালয়  এই বিদ্যালয়ে দেওয়ালে বড় আকারের  ফাটল তৈরি হয়েছে  পঞ্চম ও ষষ্ঠ শ্রেণি পঠন-পাঠন হয়ে থাকে এই শ্রেণিকক্ষে।এদিনের  ভূমিকম্পে দেয়ালে ফাটল ধরায় শতাধিক ছাত্র-ছাত্রীদের সাথে শিক্ষকমহল আতঙ্কে। বুধবার এই দুটি শ্রেণিকক্ষে পঠন-পাঠন করতে  হয়। কারণ অতিরিক্ত  শ্রেনীকক্ষ নেই। এই অবস্থায় বিদ্যালয় কর্তৃপক্ষ আতংকে যদি এই ফাটল ধরা দেওয়াল ভেঙে পড়ে তাহলে কি হবে শতাধিক ছাত্র-ছাত্রীদের সাথে বিদ্যালয়ের শিক্ষকদের।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 নিরাপত্তার আশংকা  নিয়ে বুধবার ক্লাস হলে বিকল্প ব্যবস্থা দাবি উঠেছে। ভূমিকম্পের তীব্রতা ও ক্ষতি  নিয়ে পুড়িয়া মহেশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামাপ্রসাদ বন্দোপাধ্যায় জানান ছাত্র ছাত্রী ও শিক্ষক মহলে যে আতঙ্ক ছড়িয়েছে তা দূর করার পথ জানা নেই। এই ঘটনা নিয়ে প্রশাসনের কাছে রিপোর্ট দিয়েছিৃ শিক্ষা দপ্তর ও  ব্লক প্রসাসন কি ব্যবস্থা নিচ্ছে এখন সেদিকে তাকিয়ে থাকা ছাড়া করণীয় কিছুই নেই।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 এদিন দুপুরের পর ছাত্র ছাত্রী ও শিক্ষকদের আতংকের ফলে  বন্ধ করে দেওয়া হয়েছে পঠনপাঠন। বৃহস্পতিবার কিভাবে চলবে এই শ্রেণিকক্ষে পঠন-পাঠন তা নিয়ে দুশ্চিন্তায় বিদ্যালয় কর্তৃপক্ষ।এদিন সকাল যে ভূমিকম্প হয় তা নজরে আসে ক্লাস শুরু হতেই। এই ফাটল চোখে পড়তেই ছাত্র-ছাত্রীদের হল্লায় ছুটে এসে বিষয়টি দেখেন প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষক মণ্ডলী। আসেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্য ও স্থানীয় লোকেরা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 এনিয়ে আলাপ-আলোচনার মাঝে এই দুই শ্রেণিকক্ষের পঠনপাঠন স্থগিত করে দেয় স্কুল কর্তৃপক্ষ অঘটনের আশঙ্কায়। বিদ্যালয়ের শিক্ষাকর্মী সুমন অধিকারী দেওয়াল ভাঙলে ভয়ংকর বিপর্যয় হবে, এই অবস্থা সবাই আতঙ্কের মধ্যে।এই স্কুলে যে ছাত্রছাত্রী রয়েছে সেই অনুপাতে অতিরিক্ত শ্রেনীকক্ষে নেই। তাই বৃহস্পতিবার থেকে কিভাবে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যবস্থা হবে সেটাই লাখ টাকার প্রশ্ন।এই ক্ষতি ছাড়া কালিয়াগঞ্জে অন্য কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *