প্রধানমন্ত্রী সড়ক যোজনার কাজ জোড় কদমে চলায় গ্রামের মানুষ ভীষণ খুশী উত্তর দিনাজপুর জেলায়
1 min read
তন্ময় চক্রবত্তী :- একটি জায়গার আর্থসামাজিক অবস্থার উন্নয়ন তখনই সম্ভব যখন সেই জায়গার যোগাযোগ অবস্থার উন্নতি ঘটে।
যোগাযোগ অবস্থা উন্নয়ন না ঘটলে কোন অবস্থাতেই এলাকার মানুষদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হতে পারে না এই অবস্থায় দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা দেশজুড়ে শুরু হয়েছে প্রধানমন্ত্রী সড়ক যোজনার কাজ জোর কদমে ।
যার ফলে বহু গ্রামের অবস্থার এখন অনেকটাই পরিবর্তন হয়েছে ।বদলে গেছে মানুষদের জীবনযাত্রার মান । আজ থেকে কয়েক বছর আগেও বহু গ্রামে রাস্তার অবস্তা খারাপ থাকার ফলে গ্রামের মানুষদের ভীষণ অসুবিধার মধ্যে থাকতে হতো। তাদের ব্যবসা–বাণিজ্য থেকে চিকিৎসা ব্যবস্থা সব দিক দিয়ে তারা পিছিয়ে পড়তো ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কিন্তু আজ সেই সমস্যার সমাধান হয়েছে দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের তৎপরতায়।
আজ এমন একটি গ্রামের সন্ধান পাওয়া গেল উত্তর দিনাজপুর জেলা থেকে কালিয়াগঞ্জ এর
জগদলা মোড় থেকে সয়াশি গ্রাম পর্যন্ত।
জগদলা মোড় থেকে সয়াশি গ্রাম পর্যন্ত।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যেখানে দেখা গেল নতুনভাবে রাস্তা তৈরি হচ্ছে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা। সুন্দর ভাবে সেই
রাস্তার কাজ চলছে দ্রুত গতিতে ফলে খুশি এলাকার মানুষরা ।এলাকার সাধারণ মানুষ রিপা দেব শর্মা, লিপিকা দেব শর্মামাখন চন্দ্র দেব শর্মা ,প্রশান্ত গোস্বামী , গৌরাঙ্গ দাস জানান আগে তাদের রাস্তা দিয়ে চলাফেরা করা খুবই দুষ্কর হয়ে যেত ।
রাস্তার কাজ চলছে দ্রুত গতিতে ফলে খুশি এলাকার মানুষরা ।এলাকার সাধারণ মানুষ রিপা দেব শর্মা, লিপিকা দেব শর্মামাখন চন্দ্র দেব শর্মা ,প্রশান্ত গোস্বামী , গৌরাঙ্গ দাস জানান আগে তাদের রাস্তা দিয়ে চলাফেরা করা খুবই দুষ্কর হয়ে যেত ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কারন যা ছিল রাস্তার অবস্থা দেখলে মনে হবে এটা রাস্তা না অন্য কিছু। কিন্তু আজ সেই অবস্থার পরিবর্তন হয়েছে। শুরু হয়েছে প্রধানমন্ত্রী সড়ক যোজনায় দ্রুত রাস্তা তৈরির কাজ ।ফলে গ্রামের সবাই ভীষণ খুশি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});