আট দফা দাবি নিয়ে দিল্লীতে গিয়ে দেখা করলো উত্তর দিনাজপুর চেম্বার্স অফ্ কমার্সের সদস্যগণ
1 min readআট দফা দাবি নিয়ে দিল্লীতে গিয়ে দেখা করলো উত্তর দিনাজপুর চেম্বার্স অফ্ কমার্সের সদস্যগণ
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ৪ এপ্রিল: সোমবার উত্তর দিনাজপুর জেলায় বিভিন্ন ধরনের দীর্ঘ দিনের সমস্যা সম্বলিত ৮ দফা দাবি নিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে দেখা করলেন উত্তর দিনাজপুর জেলা চেম্বার অব কমার্সের কর্নধার গন। উত্তর দিনাজপুর চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক শংকর কুন্ডু বলেন তারা 8 দফা দাবি কেন্দ্রের রেলমন্ত্রীর নিকট পেশ করেছেন। যার মধ্যে আছে অবিলম্বে রাধিকাপুর দিল্লী লিংক ট্রেনের পরিবর্তে পরিপূর্ন একটি ট্রেন চালু করতে হবে।উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ স্টেশনে ব্যবসায়ীদের সুবিধার্থে পয়েন্ট স্থাপন করতে হবে দীর্ঘদিনের উত্তর দিনাজপুর জেলার ব্যবসায়ীদের দাবি।রায়গঞ্জ শহরের মানুষদের স্বার্থে রায়গঞ্জ শহরে রেল দপ্তরের।
কক্ষ থেকে একটি ফ্লাইওভার তৈরি করতে হবে।সাধারন সম্পাদক শংকর কুন্ডু বলেন তাদের দাবির মধ্যে ছিল অবিলম্বে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর থেমে থাকা রেলপথের কাজ পুনরায় শুরু করতে হবে এবং তার সাথে রায়গঞ্জ ডালখোলা রেলপথের কাজও শুরু করার দাবি জানান।তাদের দাবির মধ্যে রাধিকাপুর আলিপুরদুয়ার নতুন ট্রেন চালু করার দাবি জানানো হয়।ইসলামপুরের অবহেলিত আলুয়াবারি স্টেশনকে উন্নত মানের স্টেশনে রুপান্তর করতে হবে।বারসই স্টেশন সমস্ত এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দিতে হবে। কারন বিহারের সেই জংশন উত্তর দিনাজপুর জেলার সন্নিকটে। ভারত বর্ষের বিভিন্ন শহরে যেতে গেলে বার সই জংশনে ট্রেন পাওয়া যায় কিন্তু সমস্ত ট্রেন এই স্টেশনে স্টপেজ নেই। তাই রেলযাত্রীদের সুবিধার্থে বাস স্টেশনে সমস্ত এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেয়ার দাবি জানানো হয় বলে সাধারন সম্পাদক শংকর কুন্ডু জানান।তিনি বলেন রাধিকাপুর কলকাতা এবং রাধিকাপুর হাওড়া ট্রেনের সময়সূচীর পরিবর্তন করার দাবিও তাদের প্রতিনিধিদের পক্ষ থেকে রেল মন্ত্রীকে জানানো হয়েছে। উত্তর দিনাজপুর চেম্বার্স অফ কমার্সের সাধারন সম্পাদক শংকর কুন্ডু বলেন রেল মন্ত্রীর কাছে ডেপুটেশন দেবার সময় তাদের সাথে ছিলেন রায়গঞ্জের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী।কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ডেপুটেশন প্রতিনিধিদের আশ্বাস দেন যত দ্রুত সম্ভব এই সমস্যাগুলি সমাধানের তিনি চেষ্টা করবেন।
cialis with dapoxetine A rash Painful erection Chest pain or burning during urination
Treatment Philosophy can i buy priligy over the counter While the debate continues, the book breaks through the barriers of censorship and transcends the anecdotal for a raw snapshot of cities under siege and a nation in denial
buy cialis and viagra online Brand Vidalista 60Mg
buy cialis without prescription Luo Jia pouted, no wonder An Ran was so angry, plagiarism itself was already very bad, and it was so high sounding
clomid pct Clinicians should not prescribe alkylated oral testosterone.
buy nolvadex