December 27, 2024

#গঙ্গা প্রাপ্তি মা# ভাস্কর আচার্য(শিলিগুড়ি)

1 min read

#গঙ্গা প্রাপ্তি মা#
ভাস্কর আচার্য(শিলিগুড়ি)

 

কালও তুমি ছিলে,আজ আর নেই!
মুহূর্ত কাল আগেও ছিলে,
বৈদ্যুতিক চুল্লি ঘুরে,
নাভিভস্ম হয়ে ফিরে এলে,
হাতে তুলে দিলো একমুঠো ছাই।
মাটির কলশে বন্দী করে তা,–
করজোড়ে তোমায় ডুবিয়ে দিলাম মা,
দেখে মায়ের মুখের শেষ হাসি।
পরন্ত বেলায় ডুবন্ত সূর্যের মাঝে,
আঁধারে হারিয়ে গেলে তুমি মা!
এক প্রাগৈতিহাসিক সাঁঝে।
গঙ্গার জলে বিলীয়ে দিয়ে তাই,
চিরশান্তির দেশে পেলে বুঝি ঠাঁই।
মাগো!মা আমার!জন্ম দাত্রী মা!
এ ভূস্বর্গ হতে কোন স্বর্গে গেলে চলে?
কোথায় গেলে আমায় একলা ফেলে!
কোথা গেলে আবার তোমার দেখা পাই?
তুমি ছাড়া এজগতে আমার মূল্য কিছু নাই।
আমার সর্বাঙ্গে শিরায় উপশিরায়,-
প্রতিটি রক্ত কণায়,
পাই যে মা তোমার অনুভূতি।
উপলব্ধি করি তোমার পূর্ণ উপস্থিতি।
@*ভাস্কর আচার্য্য@

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *