রাজ্যস্তরে রানার্স উত্তর দিনাজপুর জেলা খো-খো দলকে সম্বর্ধনা উত্তরবঙ্গ ক্রীড়া সংস্থার পক্ষ থেকে
1 min readতপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ-শনি বার বিকালে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত ওয়েস্টবেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টস এর উদ্যোগে খো-খো খেলায় অনুর্ধ ১৭ উত্তর দিনাজপুর স্কুল উত্তর ২৪পরগনার স্কুল দলের কাছে ২পয়েন্টসে পরাজিত হয়ে রানার্স হয়ে ফিরে এলে দলের খেলোয়াড়দের সম্বর্ধনা দেওয়া হয় উত্তরবঙ্গ ক্রীড়া পর্ষদের পক্ষ থেকে।
অনুষ্ঠানে উত্তরবঙ্গ ডেভলপমেন্ট ফর গেমস এন্ড স্পোর্টস সংস্থার অন্যতম সদস্য অসীম ঘোষ বলেন খেলা ধুলায় হারজিৎ সারাটা জীবন ধরেই থাকবে।কিন্তু আমাদের মনে রাখতে হবে প্ৰকৃত খেলা প্রদর্শনের মাধ্যমে আমাদের সর্বশ্রেষ্ঠ হতে হবে।আমাদের খো-খো খেলোয়াড়দের মনে রাখতে হবে পড়াশোনা করে যেমন জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায় তেমনি খেলাধুলা করেও জীবনে প্রতিষ্ঠা লাভ করা যায়।তার প্রকৃষ্ট জলন্ত উদাহরণ উত্তরবঙ্গের হত দরিদ্র ঘরের মেয়ে স্বপ্না বর্মন।
সে ভারতবর্ষকে সোনার মেডেল এনে দিয়ে নিজেই সে আমাদের সোনার মেয়ে হয়ে গেছে।অসীম বাবু বলেন আগামী ২৬শে সেপ্টেম্বর অনুর্ধ ১৪ উত্তর দিনাজপুর জেলার স্কুল খো-খো দল খেলতে যাচ্ছে তারা চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরবে তার জন্য তাদের প্ৰতি আগাম আশীর্বাদ জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিয়াগঞ্জ পৌর সভার ভাইস-চেয়ারম্যান বসন্ত রায়,খো-খো কোচ বরুন দাস,পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন কুমার সাহা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক বৈকুণ্ঠ বৈশ্য,সহ-কারি প্রধান শিক্ষক অশোক কুন্ডু সহ বিশিষ্ট ব্যক্তিগণ।
প্রকাশ,উত্তর দিনাজপুর স্কুল খো-খো দল নদীয়া,জলপাইগুড়িকে হারিয়ে ফাইনালে পৌঁছালেও গত ১৯শে সেপ্টেম্বর উত্তর ২৪পরগনা জেলা স্কুল খো-খো দলের কাছে ২পয়েন্টসে পরাজিত হয়।