January 11, 2025

ভেলাই উদয় সংঘের পরিচালনায় দিবারাত্রি নক-আউট ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন রবিবার

1 min read
 তপন চক্রবর্তী :-   উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর অঞ্চলের ভেলাই উচ্চ বিদ্যালয় মাঠে একদিনের দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন নর্থ বেঙ্গল বোর্ড ফর ডেভেলপমেন্ট অফ স্পোর্টস   এন্ড গেমস এর অন্যতম সদস্য অসীম ঘোষ।
উদ্বোধনী ভাষণে অসীম ঘোষ বলেন কালিয়াগঞ্জ ব্লকের প্রত্যন্ত গ্রাম ভেলায়ের উদয় সংঘের সভ্যরা ফুটবল খেলার যে বিশাল প্রতিযোগিতার আয়োজন করেছে তা এক কথায় অভাবনীয়।ফুটবল খেলাকে গ্রামে গঞ্জে আরো বেশি বেশি করে ছড়িয়ে দিতে হবে আমাদের।অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,সহ সভাপতি তপন দেব সিংহ,ভেলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ,অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান  ও উপ প্রধান। 
এক সাক্ষাৎকারে ভেলাই উদয় সংঘের সম্পাদক সঞ্জয় বর্মন বলেন আজকের এই খেলায় মোট ৮টি দল অংশগ্রহণ করে।দলগুলি হল হরিরামপুর এস বি দাদা ভাই সংঘ,কুশমন্ডি স্বেচ্ছা সেবী সংঘ,কালাগছ কুসুম টি স্টেট,রতনপুর আদিবাসী সংঘ,রায়গঞ্জ কসবা ৪তুর্থ ব্যাটালিয়ন,কাশিমপুর সিধু কানু ক্লাব,ঝাড়বাড়ী বিদ্রোহী ক্লাব এবং নালাগোলা মাহীনগর স্পোর্টিংসি ক্লাব।j: সম্পাদক আর ও  জানান বিজয়ী চ্যাম্পিয়ান দলকে প্রথম পুরস্কার   টাকা এবং রানার্স দলকে ১৭হাজার টাকা দেওয়া হবে বলে জানান।খেলা চলবে ভোর রাত পর্যন্ত চলবে বলে জানান।খেলা শুরু হবার আগে থেকেই হাজার হাজার মানুষ মাঠে খেলা দেখবার জন্য অধীর আগ্রহে বসে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *