January 11, 2025

সর্বনাশা বন্ধ ব্যর্থ করুন কালিয়াগঞ্জে মিছিল বের সকলকে আবেদন করল তৃণমূল কংগ্রেস

1 min read

তন্ময়  চক্রবত্তী ঃ- সর্বনাশা বন্ধ ব্যর্থ করুন এই দাবিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ উত্তর দিনাজপুর জেলা কালিয়াগঞ্জে  মিছিল বের হয়।  মিছিলে ছিলেন কালিয়াগঞ্জ টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি কার্তিক চন্দ্র পাল । ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দোধিমোহন দেবশর্মা সহ 
কয়েকশ কর্মীসমর্থকরা
। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তৃণমূল কংগ্রেস সভাপতি কার্তিক চন্দ্র পাল বলেন কর্মনাশা বিজেপি বন্ধে সাধারণ মানুষ যাতে স্বতঃস্ফূর্তভাবে বন্ধ ব্যর্থ করে তার জন্য সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে ।  তিনি বলেন বন্ধ করে সমস্যার সমাধান হয় না সমাধান একমাত্র সম্ভব আলোচনার মধ্য দিয়ে  


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

দিন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি  দোধিমোহন দেবশর্মা     বলেন আগামীকাল যাতে বন্ধ ব্যর্থ হয় তার জন্য সকলকে এগিয়ে আসতে হবে।  আগামীকাল তারা সর্বত্র গোয়েন্দা ভূমিকা পালন করে প্রশাসনকে সহযোগিতা করবেকারণ বিজেপি গন্ডগোল  করার  চেষ্টা  করবে সর্বত্র 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *