হিউম্যানরাইটস ল নেট ওয়ার্কের উদ্যোগ একটি আইনি সচেতনতা শিবিরের আয়োজন
1 min read
তপন চক্রবর্তী--উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ মহাবীর ভবনে মঙ্গলবার হিউম্যানরাইটস ল নেট ওয়ার্কের উদ্যোগ একটি আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।এই সচেতনতা শিবিরের উদ্বোধনী বক্তব্য রাখেন রায়গঞ্জ জেলা আদালতের বিশিষ্ট আইনজীবী অশোক বন্ধু লাহিড়ী।
তিনি বলেন গ্রামে গঞ্জেই শুধু নয় শহরের মানুষেরাও নানাভাবে প্রতারিত হচ্ছে।গ্রামের মানুষদের নানা প্রলোভনের মাধ্যমে বিপদের সম্মুখীন হতে হচ্ছে।হিউম্যান রাইটস ল নেটওয়ার্ক আজ যে সচেতনতা শিবির করছে গ্রামের প্রতিবন্ধী ভাইবোন সহ সবাইকে নিয়ে তার জন্য তিনি অভিনন্দন জানান।বক্তব্য রাখেন সমাজসেবী দিলীপ দাস বক্তব্য রাখতে গিয়ে বলেন উত্তর দিনাজপুর জেলায় নানাভাবে মানুষ কিছু না বুঝেই বাধ্য হয়ে সমস্যার মধ্যে জড়িয়ে যাচ্ছে।প্ৰকৃত বিচার বেশিরভাগ ক্ষেত্রেই পায়না।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উত্তর দিনাজপুর জেলা প্রতিবন্ধী সম্মিলনীর জেলা সম্পাদক উত্তম গুহ প্রতিবন্ধীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।মালদা থেকে আইনজীবী মৃত্যুফঞ্জয় দাস,কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী অঙ্কন বিশ্বাস, আইনজীবী উইন্দ্রিলা চক্রবর্তী উপস্থিত দর্শকদের নানান ধরনের প্রশ্নের সরল ব্যাখ্যার মাধ্যমে প্রশ্ন কর্তাদের বুঝিয়ে দেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তাছাড়াও কোন রকম সমস্যায় পড়লে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে এই সংস্থার আইনজীবীরা আছেন তাদের সাথে যোগাযোগ করবার পরামর্শ দেন বিশদভাবে আলোচনার মাধ্যমে সেই সমস্যা সমাধানের উপযুক্ত ব্যবস্থা নেবার জন্য।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস ল নেট ওয়ার্কের উত্তর দিনাজপুর জেলার কনভেনার সুজয় চক্রবর্তী ও জাহেদুল ইসলাম।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});