January 11, 2025

এবার পুজো নতুন রূপে দর্শকদের চমক দেবে পূর্বাশা অনুশীলনী স্পোর্টিং ক্লাব কালিয়াগঞ্জ

1 min read

 শংকর গুপ্তা :-   দুর্গে দুর্গে দুর্গতিনাশিনী ,মহিষাসুরমর্দিনী জয় মা দুর্গে । দেবী
দুর্গে জগতজননী তুমি মা মঙ্গলকারিণী।।

এই গানের শারদ  উৎসবের আগমনী বার্তা ছড়িয়ে দিয়ে এবার নতুন
আঙ্গিকে দূর্গা পূজা করতে চলছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জএর পুরনো
রেজিস্ট্রি অফিস  পাড়ার পূর্বাশা অনুশীলনী
স্পোর্টিং ক্লাব।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


 তাদের  এবার এই ক্লাবে যেমন দেখা যাবে পুজোয় সাবিকে
রূপে দেবী মৃন্ময়ী কে তেমনই চন্দন নগরের আলোয়  থাকছে চকচকে ডিজিটাল আলোর কারিশমা  তাছাড়া উড়িষ্যার একটি মন্দিরের আদলে পুজো মণ্ডপ
ও এবারের  আকর্ষণ থাকবে ।সব  মিলিয়ে  এবার  যে
পূর্বাশা অনুশীলনী স্পোর্টিং ক্লাব নতুন কিছু উপহার দিতে চলছে তা বলা যেতেই পারে । 

 তাছাড়া পঞ্চমীর দিন থেকেই এবার তারা
সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে  ।থাকছে
 বিভিন্ন নামিদামি শিল্পীদের দিয়ে বিভিন্ন
সঙ্গীতানুষ্ঠান ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


63 তম  বর্ষে এবারে এই ক্লাব পদার্পণ করল
তাই নিজেদের পূজাতে কোন খামতি না থাকে সেজন্য আজ থেকে তারা শুরু করে দিল খুঁটি
পূজার মাধ্যমে দেবী দুর্গার আগমনী বার্তা বলে   জানালেন
 ক্লাবের অন্যতম সদস্য তথা কোষাধক্ষ্য জহর
দাস ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


 তিনি বলেন   এবার তাদের ক্লাব 63 তম বর্ষে পদার্পণ করেছে তাই সাধারণ
মানুষদের এবার  একটু আলাদা ভাবেই দেখাতে
হবে  তাদের পুজোর।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *