January 11, 2025

বিচিত্রা নাট্য সংস্থার চারদিনের সপ্তবর্না নাট্য উৎসব

1 min read
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ-শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতনে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় ও বিচিত্রার নাট্য সংস্থার ব্যবস্থাপনায় চারদিন ব্যাপী সপ্তবর্না  নাট্য উৎসবের উদ্বোধন করলেন প্রদীপ প্রজ্বলনের  মধ্য দিয়ে গৌড়বঙ্গ বিশ্ব বিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান সৌরেন বন্দোপাধ্যায় এবং প্রধান অতিথি কালিয়াগঞ্জ পৌর সভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল।
উপস্থিত ছিলেন বিচিত্রা নাট্য সংস্থার সভাপতি রবীন্দ্র নাথ কুন্ডু।নাট্য উৎসবের উদ্বোধনী ভাষণে উদ্বোধক সৌরেন বন্দোপাধ্যায় বলেন নাটক ভালো মানুষ গড়ার কাজে ওষুধের কাজ করে থাকে।আর সেই কাজটি কালিয়াগঞ্জের নাট্যদলগুলি লাগাতার করে চলেছে।প্রধান অতিথি পৌরপিতা কার্তিক চন্দ্র পাল বলেন কালিয়াগঞ্জ শহরকে নাটকের শহর এখন অনেকেই বলে থাকে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

আমরা চাই শহরের নাট্য দলগুলি যে ভাবে একের পর এক নাটক সারা ভারতবর্ষ এবং পার্শবর্তী বাংলাদেশে গিয়েও নাটক প্রদর্শন করে আসছে তাতে নাটকের ক্ষেত্রে কালিয়াগঞ্জ শহরের  সুনাম একটা বিশেষ স্থান পেয়েছে এর জন্য আমরা গর্বিত।কালিয়াগঞ্জ পৌর সভার পক্ষ থেকে নাটকের ক্ষেত্রে নাট্য সংস্থাগুলি সবরকম সহযোগিতা পাবে বলে তিনি আশ্বাস দেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

বিচিত্রা নাট্য সংস্থার সম্পাদক অরিন্দম ঘোষ জানান তাদের এই নাট্য উৎসবে শিলিগুড়ি থেকে ঋত্বিক নাট্য সংস্থা, বর্ধমান থেকে কুশীলব নাট্যসংস্থা,বালুরঘাট থেকে সমবেত নাট্যকর্মী সংস্থা এবং কালিয়াগঞ্জের নাট্য উৎসব আয়োজক বিচিত্রা নাট্য সংস্থা নাটক প্রদর্শন করবে বলে জানান।নাট্য উৎসবের প্রথম দিন শিলিগুড়ির ঋত্বিক নাট্য সংস্থা ডঃ প্রণব কুমার ভট্টাচার্য্য রচিত ও শুভঙ্কর গোস্বামীর নির্দেশনায় হাত বদল নাটকটি মঞ্চস্থ করে দর্শকদের ভূয়সী প্রসংসা অর্জন করতে সক্ষম হয়েছে বলে উপস্থিত দর্শকদের অভিমত থেকে জানা যায়।নাট্য উৎসবের প্রথম দিন নজমু মঞ্চ ছিল পরিপূর্ন।বিচিত্রা নাট্য সংস্থার সপ্তবর্না নাট্য উৎসব চলবে আগামী ১লা অক্টোবর  পর্যন্ত।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *