December 24, 2024

দাদার আশীর্বাদ নিতে আমি তার বাড়িতে যাব ,বললেন কালিয়াগঞ্জ এর ১২ নম্বর ওয়ার্ডের বিজয়ী বিজেপির বিভাস সাহা

1 min read

দাদার আশীর্বাদ নিতে আমি তার বাড়িতে যাব ,বললেন কালিয়াগঞ্জ এর ১২ নম্বর ওয়ার্ডের বিজয়ী বিজেপির বিভাস সাহা

তনময় চক্রবর্তী  কালিয়াগঞ্জ এর ১২ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষকে আমি ধন্যবাদ জানাই। সবাই আমার পাশে ছিল এবং আগামী দিনেও থাকবে আমিও তাদের সাথে থাকব এবং তাদের সঙ্গে মিলেমিশে কাজ করব।সে যেই যে পার্টি করুক না কেন ।আজ কালিয়াগঞ্জ এর নজরকাড়া ১২ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত সরকার কে হারিয়ে জয়ী হওয়ার পর বর্তমানের কথা কেএমনই প্রতিক্রিয়া দেন১২ নম্বর ওয়ার্ডের বিজয়ী বিজেপির বিভাস সাহা।

জয়ী বিজেপির বিভাস সাহা

তিনি বলেন কাউন্টিং যখন শুরু হয় আজ তখন খুব টেনশন হচ্ছিল। যেহেতু দাদা ভাইয়ের লড়াই ছিল আমাদের। কিন্তু যখন জয় পেলাম আমি তখন আমার খুব ভালো লাগছিল।আমি চাই আমার সুজিত দা ভালো থাকুক তার পরিবার ভালো থাকুক।

 

                                                                                                        পরাজিত তৃণমূল কংগ্রেসের সুজিত সরকার

এবং আমাদের ওয়ার্ড এর সবাই ভালো থাকুক।তিনি বলেন নমিনেশন জমা দেওয়ার সময় আমার প্রণাম দাদা না নিলেও এবার আমি আবার যাব দাদার কাছে তাকে প্রণাম করতে তার আশীর্বাদ নিব আমি।আমি তো দাদার চেয়ে অনেক ছোট।নিশ্চয় দাদা আমার প্রণাম নিবে এটা আমার বিশ্বাস। উল্লেখ্য আজ বিজেপির বিভাস সাহা ২৭০ ভোটের ব্যাবধানে তৃণমূল প্রার্থী তথা তার দাদা সুজিত সরকারকে হারিয়ে জয়ী হন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *