December 24, 2024

ঘুঘুডাঙ্গা বিনপাড়া গ্রামে স্বেচ্ছায় রক্তদান শিবির

1 min read

ঘুঘুডাঙ্গা বিনপাড়া গ্রামে স্বেচ্ছায় রক্তদান শিবির

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৯ফেব্রুয়ারি:সম্প্রত রায়গঞ্জ থানার ভূপালপুর পোস্ট অফিসের অন্তর্গত ঘুঘুডাঙ্গা বিনপাড়া গ্রামে স্বর্গীয় সারো দেবীর স্মৃতির উদ্দেশ্যে বিন পরিবারের সদস্য ভ্রাতৃদ্বয় ললিত প্রসাদ বিন ও রঘু প্রসাদ বিন – এর উদ্যোগে এবং “মুক্তির পথ রায়গঞ্জ”- ও “প্রচেষ্টা”- স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল।উক্ত শিবিরে প্রায় ৩৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।পাশাপাশি এদিন এলাকার প্রায় ২০০ জন দুঃস্থ মানুষদেরকে ঠান্ডার প্রকোপ থেকে রক্ষার উদ্দেশ্যে কম্বল তুলে দেওয়া হয়।

এছাড়াও এলাকার প্রায় ৫০০ জন গরীব মানুষকে খাওয়ানো হয় বলে জানান সংস্থার সদস্যরা।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “রায়গঞ্জ সিস্টার নিবেদিতা সেবা প্রতিষ্ঠান”, “রায়গঞ্জ নবদিগন্ত”, “রায়গঞ্জ আপনজন”, “রায়গঞ্জ অগ্রগামী”, “ধ্রুবতারা রায়গঞ্জ” ও “রায়গঞ্জ লাইফলাইন ওয়েলনেস্”- প্রভৃতি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা।“মুক্তির পথ রায়গঞ্জ”- থেকে উপস্থিত ছিলেন সভাপতি প্রণব দেবনাথ, সম্পাদক সামিম আক্তার, সহ – সম্পাদক সান্তনু চক্রবর্তী কৌসর আলি, রঘু প্রসাদ বিন, অনীশ দে, মাবুদ বক্স, অসীম বর্মন, সদস্যা জ্যোতি চৌধুরী, টুইঙ্কেল মহন্ত সহ অন্যান্য সদস্য সদস্যাবৃন্দ।অনুষ্ঠানের উদ্যোক্তা তথা “মুক্তির পথ রায়গঞ্জ”- সংস্থার সদস্য রঘু প্রসাদ বিন জানান “রায়গঞ্জ ব্লাড ব্যাংকে দেখা দিয়েছে শীতকালীন তীব্র রক্ত সংকট। হাসপাতালের বেডে অনেক মুমূর্ষ রোগীরা রক্তের অপেক্ষায়। রক্তের অভাবে অপারেশনসহ বহু কার্যকলাপে ব্যাঘাত ঘটছে । তাই মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মাকে স্মরণ করে রাখার উদ্দেশ্যে এবং ব্লাড সেন্টারের রক্ত সংকট দূর করতে আমাদের আজকের এই উদ্যোগ। এর পাশাপাশি আমরা ঘুঘুডাঙ্গা এলাকার দুঃস্থ মানুষদের ঠান্ডার প্রকোপ থেকে রক্ষার উদ্দেশ্যে একটি কম্বল বিতরন কর্মসুচীও রেখেছিলাম। এছাড়াও সকলের জন্য একটাইম আহারের ব্যবস্থাও করেছিলাম। এই সমস্ত কাজে “মুক্তির পথ রায়গঞ্জ” ও “প্রচেষ্টা”- স্বেচ্ছাসেবী সংগঠন শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে আমাকে সহযোগিতা করেছেন সত্যিই তা প্রশংসনীয়।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *