প্রীতি ফুটবল প্রতিযোগিতায় জিনগাঁও চ্যাম্পিয়ন-
1 min readপ্রীতি ফুটবল প্রতিযোগিতায় জিনগাঁও চ্যাম্পিয়ন-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৯ ফেব্রুয়ারি: শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের জিনগাঁও বিদ্যালয় মাঠে কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির তৃতীয় বার্ষিক প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্বর্গীয় নিতাই চক্রবর্তী স্মৃতি ও স্বর্গীয় প্রভাস চৌধরী স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় ৩-২গোলে জিনগাঁও বিদ্যালয় কালিয়াগঞ্জ ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।
ফুটবল প্রতিযোগিতার পূর্বে কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির ৩২ জন খুদে ফুটবল খেলোয়াড়দের ফুটবলের ড্রেস দেওয়া হয়।খুদে ফুটবল খেলোয়াড়দের হাতে ফুটবল ড্রেস তুলে অসীম ঘোষ,দধি মোহন দেবশর্মা নীলিমা রায়।
এই দিন কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির দ্বিতীয় ক্যাম্পাসেরও উদ্বোধন হয়।দ্বিতীয় ফুটবল ক্যাম্পাসের উদ্বোধন করেন ফুটবলে লাথি মেরে উত্তরবঙ্গ ক্রীড়া পর্ষদের সদস্য অসীম ঘোষ ও মালগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধান নীলিমা রায়।উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য দধিমোহন দেবশর্মা,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিরুদ্দিন আহম্মেদ,সহকারী শিক্ষক ব্যোমকেশ বর্মন ও বাপ্পা সরকার।বিজয়ী দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান নীলিমা রায়,ইজাবুল হক, তরুণ গুহ,ব্যোমকেশ বর্মন সহ কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির সদস্যরা।