January 11, 2025

কালিয়াগঞ্জের ৫ দামাল ছেলে ভারত-তিব্বত সীমান্তের লামখাগা পর্বতশৃঙ্গ জয় করে ফিরলে বিপুল সম্বর্ধনা

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ–সোমবার রাতে উত্তর দিনাজপুর জেলার  কালিয়াগঞ্জ রেলস্টেশনে কালিয়াগঞ্জের ৫ দামাল ছেলে গারওয়ালের ভারত-তিব্বত সীমান্তের ১৭৭৮২ ফুট উচ্চতার লামখাগা পর্বত শৃঙ্গ জয় করে ফিরে এলে কালিয়াগঞ্জের  মানুষ তাদের রেলস্টেশনে বিপুলভাবে সম্বর্ধনা জানায়।

কালিয়াগঞ্জের টাচ ডি হিমালয়েস পর্বতারোহণ সংস্থার দলনেতা সন্দীপ ভট্টাচার্য্য এক সাক্ষাৎকারে জানান তাদের ৫জনের এই পর্বতঅভিযাত্রী দলটি গত ১৮ই সেপ্টেম্বর কাকিয়াগঞ্জ থেকে রওনা হয়ে ২১সে সেপ্টেম্বর হিমাচল প্রদেশের  ভারত-তিব্বত সীমান্তের চিৎকুলে গিয়ে পৌঁছালে তাদের প্ৰকৃত পর্বত অভিযান শুরু হয়।ব্যপক প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে তাদের অভিস্ট লক্ষে ২৫সে সেপ্টেম্বর পৌঁছানোর কথা থাকলেও তা সম্ভব হয়নি।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

দুর্গম পথ অতিক্রম করতে তাদের আরো দুদিন সময়সময় বেশি লাগার ফলে ২৭ ‘শে সেপ্টেম্বর অত্যন্ত দুর্যোগপূর্ন আবহাওয়ার মধ্যেই লামখাগা পর্বত শৃঙ্গে গিয়ে ৫জন ভারতের জাতীয় পতাকা তুলে ধরলে অসহ্য কষ্টের মধ্যেও আনন্দের বন্যা বয়ে যায়বলে জানান দলনেতা সন্দীপ ভট্টাচার্য্য।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তিনি বলেন তাদের দলের অন্যান্য সদস্যরা হলেন   অরিজিৎ দে, কুনাল চৌধরী,প্ৰদুৎ বিশ্বাস ও ত্র্যম্বক চক্রবর্তী।কালিয়াগঞ্জের সিনিয়ার পর্বতারোহী সান্তনু দেবগুপ্ত বলেন কালিয়াগঞ্জ শহর বর্তমানে নাটকের ক্ষেত্রে যেমন সারা রাজ্যে একটা স্থান করে নিয়েছে,ঠিক

 একই রকমভাবে পর্বত অভিযানের ক্ষেত্রেও এই শহরের যুবকেরা উত্তর দিনাজপুর জেলার মধ্যে একটা জায়গা করে নিয়েছে যা অত্যন্ত গর্বের ব্যাপার। সান্তনু দেবগুপ্ত বলেন আমরা চাই আমাদের ছেলেরা আমাদের দেশের হয়ে উল্লেখ্যযোগ্য ভূমিকা পালন করে দেখাক।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *