জেলার উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য জানালেন উত্তর দিনাজপুর জেলা পরিষধের নতুন সভাধিপতি কবিতা বর্মন
1 min readআগে তবেই প্রকৃত শান্তি আসবে। তিনি বলেন এবার সময় এসেছে মানুষের
হয়ে কাজ করার । যা তিনি করবেন ।
তিনি বুঝে নিবেন । কবিতা
বর্মন বলেন মুখ্যমন্ত্রী তার প্রতি যখন আস্থা রেখে উত্তর দিনাজপুর জেলার
জেলা পরিষদের উন্নয়নে গুরু দায়িত্ব দিয়েছেন তখন তারও উচিত তার যথাযথ মর্যাদা দিয়ে
তার ষোল কলা পূর্ণ করা ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বর্মন আরো বলেন রাজনীতির ময়দানে প্রবেশ করেই তার গুরু অর্থাৎ তার স্বামীর দৌলতে জেলার
অনেক জায়গায় ঘুরে দেখবার অনেক বার সুযোগ পেয়েছেন সেই নিরিখে তার মনে হয়েছে জেলায়
আরও উন্নয়ন করতে হবে।
বিজ্ঞাপন |
তিনি বলেন জেলার অনেক জায়গায়
এখনো ঠিকঠাক রাস্তাঘাট নেই পানীয় জলের ব্যবস্থা এখনো পর্যাপ্ত হয়নি ,স্বাস্থ্য ব্যবস্থার আরও উন্নয়ন দরকার তাই তার
প্রাথমিক লক্ষ্য আগে জেলার প্রত্যন্ত এলাকা গুলিতে ঘুরে ঘুরে নিজে সেই গুলো দেখে শুনে
তার পর
সেগুলোর উন্নয়ন ঘটানো। তিনি বলেন জেলায় রাজবংশী ও আদিবাসী
সম্প্রদায়ের বহু মানুষ বসবাস করেন ,তাদের
উন্নয়নের দিকে তাকে বিশেষভাবে ধ্যান দিতে হবে এছাড়া মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প
যেমন কন্যাশ্রী, যুবশ্রী , স্বাস্থ্য সাথী সহ বিভিন্ন জনমুখী
প্রকল্পগুলিকে আরো বেশি বেশি করে সাধারণ মানুষের কাছে যেন পৌছে যায় সেগুলি সুফল তার
জন্য তিনি যথাযথ ব্যবস্থা নেবেন বলে জানান । এদিন
তিনি বলেন এইসব কাজ সম্ভব হবে যখন জেলা পরিষদের সব সদস্য সর্বতোভাবে তাকে সহযোগিতা
করবে ।
বিজ্ঞাপন |
তার আশা এবারের জেলা পরিষধ একটা টিম হিসেবে জেলায়
নামে উন্নয়নের বার্তা নিয়ে । তিনি বলেন এই টিম সবসময় আমি
নই, আমরা কেই গুরুত্ব দেবে মানুষের
স্বার্থে ।তবে
এই সব কথার মাঝে একবারের জন্য ভুলেন নি তিনি তাদের জেলার তৃণমূল কংগ্রেসের ক্যাপ্টেন
তথা জেলা সভাপতি অমল আচার্য কে । তিনি
বলেন জেলা পরিষধের তাদের টিম সব সময় জেলার ক্যাপ্টেনের নির্দেশ মেনেই কাজ করে চলবেন
প্রতিটি ক্ষেত্রেই । ক্যাপ্টেন এ নির্দেশ মানবেন কারণ
প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা যাতে কোনভাবেই তাদের গোল দিতে না পারে । সবশেষে তিনি ভূলেননি তার রাজনীতির
গুরু তথা তার স্বামী প্রফুল্ল বাবুর কথা বলতে । কবিতা বর্মণ বলেন যার হাত দিয়ে রাজনীতিতে প্রবেশ
করেই মুখ্যমন্ত্রীর আশীর্বাদ নিয়ে আজ জেলার সর্বোচ্চ
জায়গায় পৌঁছেছেন আজ সে মুহূর্তে দাঁড়িয়ে গুরুর প্রতি কবিতা দেবীর একটাই বার্তা, “কোথা আছো গুরুদেব আমি জানি না
। তোমার করুণা ছাড়া কিছুই চাই না । তুমি কি শুনছো বসে আমার এই গান আমি যে চেয়েছি
শুধু তোমারই সম্মান।”
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});