December 24, 2024

উত্তর দিনাজপুর জেলার পঞ্চায়েত সমিতির মধ্যে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি প্রথম হওয়ায় খুশির বান বইছে

1 min read

উত্তর দিনাজপুর জেলার পঞ্চায়েত সমিতির মধ্যে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি প্রথম হওয়ায় খুশির বান বইছে

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৬জানুয়ারি: সমগ্র উত্তর দিনাজপুর জেলার ৯ টি পঞ্চায়েত সমিতির মধ্যে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি এমজিএনআরইজিএস প্রকল্পের কাজে প্রথম স্থান দখল করেই শুধু ক্ষান্ত হয়নি।কালিয়াগঞ্জ ব্লকের ৩ নম্বর রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতও জেলার ৯৮টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রথম স্থান দখল করার সাথে সাথে কালিয়াগঞ্জ ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রথম উন্নতমানের কাজের নিরিখে ৪ নম্বর বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত কালিয়াগঞ্জ ব্লকের মধ্যে প্রথম স্থান দখল করায় কালিয়াগঞ্জ খুশির আনন্দে মাতোয়ারা।কালিয়াভঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার, রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিক্রম রায় এবং বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত প্রধান হৃদয় সরকারের হাতে ৭৩তম প্রজাতন্ত্র দিবসের এক অনাড়ম্বর অনুষ্ঠানে রায়গঞ্জ স্টেডিয়ামে পুরস্কৃত করা হয়।

পুরস্কৃত করেন উত্তর দিনাজপুর জেলার জেলা সাশক অরবিন্দ কুমার মিনা, রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুপার মহম্মদ সানা সহ জেলার বিশিষ্ট আধিকারিক বৃন্দ।উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসূন ধারা,হিরন্ময় সরকার সহ এম জি এন আর ই জি এস কাজের সাথে কালিয়াগঞ্জব্লকের কাজের সাথে যুক্ত যারা ছিলেন।

উত্তর দিনাজপুর জেলার মধ্যে শ্রেষ্ঠ স্থান কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি পাবার পর কালিয়্যাগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার বলেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েতে এম জি এন আর ই জি এস প্রকল্পের উন্নত মানের কাজের নিরিখে কালিয়াগঞ্জ।পঞ্চায়েত সমিতিকে এই পুরস্কার দেওয়া হয়েছে।

তাই এই পুরস্কার তাদের উদ্দেশ্যে আমি নিবেদন করলাম যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই পুরস্কার।প্রথম পুরস্কার পাবার সন্মানই অন্যরকম।এই পুরস্কার পাবার ফলে আমাদের পঞ্চায়েতের টিমের সবার উৎসাহ দ্বিগুন বেড়ে গেল।কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি গোলাম মোস্তাক প্রধান বলেন আমাদের আজ গর্বের দিন। কালিয়াগঞ্জ ব্লকের কাজের মানুষ বলে পরিচিত তথা সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসূন ধারা এক প্রশ্নের উত্তরে বলেন পড়াশোনা করে পরীক্ষা দিয়ে আমরা যেমন ভালো ফল আশা করি তেমনি সত্যিকারের কাজ করলেও তার ফল সরকার থেকে পাওয়া যায়।জানা যায় প্রজাতন্ত্র দিবসে পুরস্কার হিসাবে তুলে দেওয়া হয় সুদৃশ্য ট্রফি এবং মানপত্র।কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা গ্রাম পঞ্চায়েত মেকার(কিং মেকার)নিতাই বৈশ্য বলেন পরিশ্রমের বিকল্প কিছু হয়না।তাই আরো পরিশ্রম এবং মানুষের পাশে গিয়ে কাজ করতে হবে।তবেইতো সফলতা আসবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *