তৃণমূল দলের আনা অনাস্থায় বিজেপি প্রধান পরাজিত
1 min readতৃণমূল দলের আনা অনাস্থায় বিজেপি প্রধান পরাজিত
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৫জানুয়ারি:মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ১ নম্বর অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধানের বিরুদ্ধে অনাস্থা সভা সরকারি ভাবে পঞ্চায়েত অফিসে ডাকা হয়।অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা-১৬ জন।বেলা ১২টায় অনাস্থা সভায় তৃণমূলের ৯জন সদস্য হাজির হলে পরবর্তীতে বিজেপির ৭ জন সদস্য অনাস্থা সভায় উপস্থিত হয়।
ভোটাভুটি হলে দেখা যায় তৃনমূল দল বিজেপি বর্তমান প্রধান আদরি সরকারকে পরাজিত করে।ভোটের ফলাফল প্রকাশ হলে অনন্তপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সমর্থকদের মধ্যে ব্যাপক উল্লাস দেখা যায়।তৃণমূলের নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূলের কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য,তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ,কালিয়াগঞ্জের প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ, জেলা পরিষদ সদস্য দধি মোহন দেবশর্মা, তৃণমূল নেতা বাপ্পা সরকার সহ তৃণমূলের নেতৃত্বরা। যদিও বিজেপির পক্ষ থেকে বলা হয় তৃণমূল জোর করেই ভোটে জয়ী হয়েছে। এ রাজে ভোটের কোন দাম আছে?তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযের উন্নয়নের কারনে অধিকাংশ রাজনৈতিক দলের সদস্যরা তৃণমূল দলে যোগদান করছে।কারন অন্য রাজনৈতিক দলে মানুষের জন্য কাজ করবার কোন সুযোগ নেই যা তৃণমূল দলেই একমাত্র রয়েছে।