আফ্রিকার সিংহ কালিয়াগঞ্জের এর হরিহরপুর নসিরহাট বারোয়ারী দূর্গা পুজোয় ?
1 min read। আর তখনই আপনি চাক্ষুষ লক্ষ্য করতে পারবেন আফ্রিকা মহাদেশের ঘন বন জঙ্গলে ভরা সেই দেশের প্রাচীন আদিবাসী দের লোকসংস্কৃতি। পৃথিবীর আদিম এই উপজাতির সংস্কৃতির দর্শন কার না দেখতে ভালো লাগে ।
Add caption |
ছবি তুফান মোহন্ত ও শংকর গুপ্তা |
ছবি তুফান মোহন্ত ও শংকর গুপ্তা |
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্বপন বাবু আরও বলেন প্রতি বছরই কালিয়াগঞ্জ এর হরিহরপুর নসিরহাট বারোয়ারী দূর্গা পুজো আলাদা আলাদা চিন্তা ভাবনা নিয়ে এখানে পুজো করে থাকে ।যা প্রতি বছরই সাধারন মানুষদের কাছে নতুন মাত্রা পায় । এ বছরও তার ব্যতিক্রম নয় । একদিকে যেমন আফ্রিকার বেঞ্জো নিত্য তেমনই ভারতের আদিম উপজাতিদের নৃত্য । পুজো কমিটির সভাপতি রমেন্দ্র নাথ রায় বলেন , প্রতি বছরই আমাদের পুজো কোনো না কোনো থিম কে তুলে ধরে দর্শকদের উপহার দেয় ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ছবি তুফান মোহন্ত ও শংকর গুপ্তা |
কে সুন্দর করে তুলতে ব্যস্ত হয়ে আছেন সেই বটুকা ভৈরব চৌধুরী বলেন তারা এবার এখানে
আফ্রিকা ও ভারতের আদিবাসীদের সাংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করছেন ফেলে দেওয়া টায়ার, টিন ও থার্মোকলের মাধ্যমে ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শিল্পী বটুকা ভৈরব চৌধুরী ছবি তুফান মোহন্ত ও শংকর গুপ্তা |
বাসিন্দা ধ্রুব রায় জানান থিম পুজোর দৌলতে আমরা এবার একটা নতুন উপমহাদেশের চিত্র প্রত্যক্ষ
করব এর চেয়ে আনন্দ আর কি হতে পারে । তিনি
বলেন যেভাবে হস্ত শিল্পের মাধ্যমে শিল্প-সংস্কৃতিকে নসি হাট হরিহরপুর সার্বজনীন পূজা
কমিটি তুলে ধরেছে তা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ছবি তুফান মোহন্ত ও শংকর গুপ্তা |
পুজোর নতুন নতুন চিন্তা ভাবনা মধ্য দিয়ে। সেই
নিরিখে এবারও এ পুজো কমিটির কতটা আফ্রিকা ঊপমহাদেশ চিন্তা ভাবনা জনগণের
মধ্যে মনের দাগ কাটবে সেটা সময়ই বলবে।
ছবি তুফান মোহন্ত ও শংকর গুপ্তা |
তবে
যাই হোক না কেন আফ্রিকা মহাদেশ যে পুজোর চার দিন কালিয়াগঞ্জ এর হরিহরপুর নসিরহাট বারোয়ারী দূর্গা পুজো তেই থাকছে এ ব্যাপারে কোন সন্দেহ নেই।তাই পুজোর চারদিন একটু সময় নিয়ে চলূণ না ঘুড়ে আসি এই আফ্রিকা
ঊপমহাদেশে একবার।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});