January 11, 2025

প্রিয় হীন শ্রী কলোনির শ্রী হারিয়ে যাওয়ায় দাশমুন্সি বাড়ির পুজো আজ শুধুই স্মৃতির পাতায়

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তন্ময়  চক্রবত্তী ঃ- আজ থেকে
কয়েক বছর আগে অব্দি ও দুর্গ পুজোর সময় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শ্রী
কলোনির শ্রী ছিল নজর কাড়ার মতো শুধু জেলায় নয় উত্তরবঙ্গের মধ্যে।  কিন্তু আজ কালিয়াগঞ্জ এর শ্রী কলোনির শ্রী
থাকলেও নেই তার আভিজাত্য শুধু রয়েছে একরাশ বিষাদের ছায়া কারণ ঘরের ছেলে বৈদ্য যে
আর নেই তাদের মাঝে।  বৈদ্য আর কেউ নয়
পাড়ার ছেলে বৈদ্য হল একদা  প্রাক্তন কেন্দ্রীয়
মন্ত্রী তথা প্রাক্তন রায়গঞ্জের সংসদ প্রিয়রঞ্জন দাশমুন্সি। 



  একটা
সময় যে কালিয়াগঞ্জ এর কলোনিতে দাশমুন্সি বাড়িতে পুজোর দিনগুলিতে ঢাকের  বদ্দি,  সন্ধিপুজোর ধনুচির ধুয়ায় দেবী ঝলমলে সাজে রঙিন
হয়ে উঠত পুজোর চার দিন ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



 নিজের বাড়ির পুজোয় তার ব্যস্ততা  থাকত চোখে পড়ার মতো । কিন্তু গত 10 বছর ধরে গোটা
বিষয়টা কেমন যেন পাল্টে গিয়েছে কারণ পাড়ার প্রিয় সন্তান প্রিয়রঞ্জন দাশমুন্সি
আজ আর নেই শ্রী কলোনির বাড়িতে।  তিনি
সকলকে ছেড়ে বিদায় নিয়েছেন।  যে
কালিয়াগঞ্জ শ্রী কলোনিতে  প্রিয় বাবুর
বাড়ি। সেখানে   সাজানো  রয়েছে 
তার সেই গাড়ি।  ঢুকতেই মন্ডপ  মা দুর্গার। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



এখনও  মণ্ডপের 
সামনে সেই শেফালী ফূলেড়  গাছ থেকে
এখনও ঝরে পরে  চলছে হাজার হাজার শেফালী   ফুল ।
তারপর   তার  বাড়ির ভিতরে ঢুকতেই   দেখা 
গেল সেই স্মরণীয় সব ছবি  গুলি আজও রয়ে
গেছে দেওয়ালে আটকে ।পাশেই রয়েছে প্রিয়রঞ্জন এর বসার সে চেয়ার । কিন্তু এতকিছুর
মাঝে  যিনি অনুপস্থিত সে পাড়ার বৈদ্য।  চারিদিকে সুনসান ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


 শেষবার ২০০৮  সালে প্রিয় বাবু
 এখানে এসেছিলেন  পুজর সময় ।   সেবার সেকি ধুনুচি নাচের ধুম । রাজ্যের
হেভিওয়েট  নেতারা প্রতিবারের মত  সেবারও
 এখানে এসেছিলেন
নিমন্ত্রিত হয়ে । সেই সময়  পুজোর
খুঁটিনাটির আয়োজন  সবাই খাচ্ছেন কি
না  তা নিয়ে দাঁড়িয়ে  থেকে কি না তদারকি করেছিলেন যে  মানুষটি 
। সেই মানুষটি পুজোর কিছু দিনের মধ্যে 
 হঠাৎ অসুস্থ হয়ে যান । 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


তারপর
থেকে  ভর্তি থাকেন দিল্লীর অ্যাপোলো
ইন্দ্রপ্রস্থ হাসপাতালে । সেখানেই 
১০  টি বছর তার কেটে গেছে । বহু চিকিৎসা করার পরও
তিনি সুস্থ হয়ে আর ফিরে আসতে পারলেন না।  তিনি আসলেন শুধুমাত্র তার কফিন বন্দি নিথর দেহ
নিয়ে যা কখনই কালিয়াগঞ্জ শ্রী কলোনির  মানুষরা
চাননি । তবুও মনে প্রানে না চাইলেও বৈদ্যকে বিদায় দিতে হয়েছে চোখের জলে ।

 আবারো
দোরগোড়ায় দুর্গাপূজা । গতবার পুজোর সময় ও এখানকার মানুষরা আশায় বুক বেঁধেছিলেন
হয়তো কোন মিরাক্কেল এর যাদু তে হয়ত  প্রিয়রঞ্জন সুস্থ হয়ে উঠবে।  কিন্তু না সকলের মায়া মমতা ত্যাগ করে পৃথিবী
থেকে চিরবিদায় নিলেন তিনি আর তখনই সবার শেষ আশাও বিলীন হয়ে গেল ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


 শ্রী কলোনির
প্রতিবেশীরা জানালেন আমাদের মনেই হত না প্রীয় দা একজন ভিআইপি এক্কেবারে ঘরের ছেলের
মতো আমাদের সঙ্গে মিশতেন   ধুতি পাঞ্জাবি পরা সদাহাস্য মানুষটা।  পুজোতে নেই ভাবলেই মনটা খারাপ হয়ে যায় । পুজোর
দিনগুলোয় কাছাকাছি গ্রামগুলি ঘুরে বেড়াতেন ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


 প্রিয় বাবু বাড়ির কাছাকাছি কোন
কোন দিন লুঙ্গি গেঞ্জি পরেই যেতেন 
পরিচিত  মানুষদের সাথে দেখা করতেন   তাকে
ঘিরে কত স্মৃতি , পুজো তো নয় যেন রীতিমত গেট-টুগেদার।  দীপা বৌদির পাশে কেমন মানাত  তাকে কেমন করে অনর্গল রসিকতাও করতেন প্রিয় দা
তা আজও স্মৃতিতে অটুট এলাকাবাসীর । কালিয়াগঞ্জ পৌরসভা প্রাক্তন চেয়ারম্যান অরুন
কুমার দে সরকার জানালেন, একদম ভালো লাগছে না দুর্গাপূজা আর প্রিয়   এই
দুটোকে কিছুতেই মেলাতে পারছি না । 

এলাকার বাসিন্দারা বলেন ভেবেছিলাম আমাদের প্রিয়
দা সুস্থ হয়ে হয়তো আবারও আমাদের কাছে আসবে আর গাড়ির জানলা থেকে মুখ বাড়িয়ে
বলবে,  কি সব ভালো তো ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


 কিন্তু না আর কোন
দিন ই সে ফিরে আসবে না তার পরিচিত সেই পাড়ায় ।  এদিকে এ বছর দাশমুন্সির বাড়িতে প্রিয়রঞ্জন এর
মৃত্যুর জন্য কাল অছুচ  থাকায় এবছর পূজা
হচ্ছে  না ।

 এক সাক্ষাৎকারে প্রিয়রঞ্জন দাশমুন্সি স্ত্রী
দীপা দাশমুন্সি বলেন, প্রিয়রঞ্জন দাশমুন্সি মৃত্যুর জন্য এ বছর কালো অছুচ  চলছে । আগামী দিনে এই পুজো আর হবে কি হবে না
সেটা দাশমুন্সি পরিবারের আর পাঁচজন সদস্যরা সবাই মিলে একত্রিত হয়ে বসে সিদ্ধান্ত
নিবেন ।  দেখা যাক আগামীতে কি হয় । সব
মিলিয়ে দাশমুন্সি বাড়ির দুর্গাপুজো ঐতিহ্য আস্তে আস্তে যে ম্লান  হয়ে যাচ্ছে তা এক বাক্যে বলা যেতেই পারে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *