বর্তমানের কথা পোটাল নিউজ এর মাধ্যমে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল শুভ শারদীয়ার শুভেচ্ছা জানালেন কালিয়াগঞ্জ বাসীকে
1 min read
বর্তমানের কথা পোটাল নিউজ এর মাধ্যমে সমগ্র কালিয়াগঞ্জ বাসীকে মা–মাটি–মানুষের কালিয়াগঞ্জ পৌরসভার পক্ষ থেকে শুভ শারদীয়ার শুভেচ্ছা জানালেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল ।তিনি বলেন পুজো সবার ভালো কাটুক ,আনন্দে কাটুক , সবাই সুস্থ থাকুন , ভালো থাকুন ।
তিনি আরো বলেন , আমরা চাই আমাদের সোনার বাংলা সর্ব ধর্মের মিলন মেলা হোক এই শারদীয়া উৎসব । এই উৎসবে আমরা হিন্দু ,মুসলিম , খৃষ্টান কোন বিভেদ চাই না। আমরা চাই আমাদের একটাই পরিচয় আমরা ভারতবাসী । তিনি কালিয়াগঞ্জ বাসীকে আবেদন করেন আসুন আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এই শারদীয়া উৎসবে সবাই মিলে আনন্দ উপভোগ করি । সবশেষে তিনি বলেন বর্তমানে কথার মাধ্যমে যে পুজো পরিক্রমা শুরু হয়েছে তা খুব ভাল উদ্যোগ এই পুজো পরিক্রমা সকলে দেখতে থাকুন বর্তমানে কথা পোটাল নিউজে ।