দশমীর সন্ধ্যায় শ্রীমতি নদীতে মাকে চোখের জলে বিদায় দিতে মানুষের ঢল
1 min read
তপন চক্রবর্তী-উত্তর দিনাজপুর–শুক্রবার সন্ধ্যায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শ্রীমতি নদীতে মাকে চোখের জলে বিসর্জন দিতে নদী তীরে মাযের ভক্তদের যেন ঢল নামলো।শুক্রবার বেলা ২টা থেকে প্রসেশনের মাধ্যমে রাস্তায় মহিলা পুরুষ দের নৃত্যের মাধ্যমে একটার পর একটা প্রতিমা বিসর্জন দেবার জন্য নদীর ঘাটে ট্রাকে করে আনা হয়।কালিয়াগঞ্জ পৌর সভার উদ্যোগে ও কালিয়াগঞ্জ পুলিশ প্রশাসনের সহায়তায় প্রতিমা বিসর্জনের উত্তম ব্যবস্থা করা হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিসর্জন ঘাটে কালিয়াগঞ্জ পৌর সভার চেয়ারম্যান কার্তিক পাল বলেন রাত্রি সাড়ে নয়টা পর্যন্ত প্রায় ২০টার মত প্রতিমা বিসর্জন হয় অত্যন্ত সু শৃঙ্খল ভাবে।
প্রতিমা বিসর্জকে কেন্দ্র করে ব্যাপক পরিমানে থানার পুলিশ ও সিভিক পুলিশ মোতায়েন করা হয়।পৌর সভার চেয়ারম্যান কার্তিক পাল ছাড়াও বিসর্জন ঘাটে উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান বসন্ত রায়,সমাজসেবী তথা উত্তরবঙ্গ ক্রীড়া পর্ষদের অন্যতম সদস্য অসীম ঘোষ,বর্ষীয়ান কমিশনার গনেন্দ্র শঙ্কর মজুমদার,সচিন সিংহ রায়,বিশিষ্ট সমাজসেবী কমল ঘোষ,উত্তম ভট্টাচার্য্য, পৌর সভার কর্মী চন্দন ঘোষ, সনৎ সাহা,শ্যামা সিকদার সহ বেশ কিছু মহিলা কমিশনার গন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিকাল ৪টা থেকে বিভিন্ন বাড়ির পূজা ও শহরের বিভিন্ন ক্লাব কর্তৃপক্ষ তাদের প্রতিমা বিসর্জন দেবার জন্য কালিয়াগঞ্জ শহরের বিবেকানন্দ মোড় থেকে প্রসেসন করে আনার সময় রাস্তার দুইধারে হাজার হাজার মানুষকে মাকে দর্শন করবার জন্য অধীর আগ্রহে অনেক আগে থেকেই অপেক্ষা করে থাকে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রাত্রি ১২ টা পর্যন্ত প্রতিমা বিসর্জন চলবে বলে জানা যায়।শ্রীমতি নদীর ঘাটে পৌর সভার পক্ষ থেকে সাধারণ মানুষদের প্রতিমা বিসর্জন দেখবার জন্য ব্যাপক ব্যবস্থ্যা করা হয়।
কালিয়াগঞ্জ থানার আই সি বিচিত্র বিকাশ রায় বলেন শ্রীমতি নদীর ঘাটে প্রতিমা বিসর্জনের সময় কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য তাদের পুলিশ প্রশাসন করা নজরদারির ব্যবস্থা করেছেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});