মারা গেল গাড়ির চালক সুদীপ্ত বসাক।
1 min read
সঞ্জীব সাহার মৃত্যুর পর মারা গেল গাড়ি চালক সুদীপ্ত বসাক।বালুরঘাট ও হিলির পূজা দেখে ভোর রাতে কালিয়াগঞ্জে ফিরে আসবার পথে দক্ষিণ দিনাজপুর জেলার বাউলে ৫১২নম্বর জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি থ্রেসারকে ধাক্কা মেরে সজোরে একটি পার্শবর্তী গোডাউনে গিয়ে ধাক্কা মারে।এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই সঞ্জীব সাহা(২৭)নামে এক যুবকের মৃত্যু হয়।গাড়িতে থাকা অপর তিন জনের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় মালদা মেডিকেল হাসপাতালে প্ৰথম অবস্থায় ভর্তি করা হলেও সেখান থেকে ঋতু সাহা নামে এক মহিলাকে শিলিগুড়ি মেডিক্যাল কলেজে স্থানান্তর করাহয়।অপরদিকে গাড়ীর চালক তথা মালিক সুদীপ্ত বসাককে মালদা মেডিক্যাল কলেজ থেকে কোলকাতার একটি নার্সিং হোমে ভর্তি করা হয় বলে জানা যায়।দুর্ঘটনায় গুরুতর আহত ৩ ব্যক্তি ব্যক্তি যথাক্রমে অভিজিৎ সাহা(২৭)ঋতু সাহা(২৪)ও সুদীপ্ত বসাক(২৭),।খবর পাওয়া যায় আজ সকালে সুদীপ্ত বসাক নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে.