জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ
1 min read
গতকাল দুপুরে নদীতে স্নান করতে গিয়ে ডুবে যাওয়া এক নয় বছরের বালককে উদ্ধারের ব্যাপারে প্রশাসন কোন উদ্যোগ না নেওয়ায় ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানিও বাসিন্দারা। আজ সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট শহরের মাহিনাগড় এলাকায় এই বিক্ষোভের ফলে জাতীয় সড়কে যান চলা চল বন্ধ হয়ে যাওয়ার খবর পেয়ে পুলিশ অবরোধ তুলতে ঘটনা স্থলে পৌছলে পুলিশকে অবরোধকারীদের বিক্ষোভের মুখে পড়তে হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পরে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌছে অবরোধ কারিদের হঠিয়ে দিলে দীর্ঘক্ষন পর আবার জাতীয় সড়কে যান চলা চল শুরু হয়।স্থানিও সুত্রে জানা গেছে গতকাল দুপুরে স্থানিও বাসিন্দা সব্যসাচী হাজমের ক্লাস থ্রিতে পড়া দেব হাজম নামে ছেলেটি পাড়ার কয়েকজনের সাথে এলাকার আত্রেয়ী নদীতে স্নান করতে যায়।স্নান করতে গিয়ে দেব হাজম সহ অন্য দুজন নদীতে তলিয়ে যায়। সাথে যারা স্নান করছিল তারা বিষয়টি দেখতে পেয়ে তাদের মধ্যে থেকে দুই জনকে উদ্ধার করে উঠতে পারলেও দেব হাজম কে উদ্ধার করা আর সম্ভব হয়নি তাদের পক্ষে। এর পরে বালুরঘাট থানায় খবর দেওয়া হলেও পুলিশ উদ্ধার কার্যে সময় মত ডুবুরি নিয়ে আসেনি বলে স্থানিও বাসিন্দারা পুলিশকে ঘিরে গতকাল একপ্রস্থ বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। এরপরেই খবর পেয়ে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সহ বালুরঘাটের মহুকুমা শাসক ঘটনাস্থলে এসে পৌছে উদ্ধার কার্যে চালানোর আশ্বাস দিলেও গতকাল রাত পর্যন্ত ডুবে যাওয়া বালকটির দেহ উদ্ধার হয়নি।এদিকে আজসকালে প্রশাসনের তরফে দেহ উদ্ধারের বব্যাপারে ককোন প্রয়াস না দেখতে পেয়ে। স্থানিওরা নীজেরা ভাড়া করে অন্য জায়গা থেকে ডুবুরি নিয়ে এসে উদ্ধারকার্য শুরু করে। কিন্তু দীর্ঘক্ষন প্রশাসনের তরফে আজকেও বালকটির দেহ নদী থেকে উদ্ধারে প্রশাসনের তরফে কোন উদ্যোগ না দেখে ক্ষোভে ফেটে পড়ে স্থানিও বাসিন্দারা। এরপরেই প্রশাসনের এই উদাসীনতার প্রতিবাদে ও বালকটির দেহ নদী থেকে উদ্ধারের দাবিতে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ক্ষুদ্ধ স্থানিও বাসিন্দারা। এর ফলে মালদা – বালুরঘাট শিলিগুড়ি – বালুরঘাট সহ চলাচলকারী সমস্ত যানবাহন আটকে পড়ে। দীর্ঘক্ষন জাতীয় সড়ক অবরোধ অবরুদ্ধ থাকার পর পুলিশের উচ্চপদস্থ আধিকরা এসে অবরোধ উঠিয়ে দিলেও এখনও পর্যন্ত বালকের দেহ উদ্ধার করে উঠতে পারেনি পুলিশ।বাসিন্দারা পুলিশের এই কাজে ফুসছে। যদিও পুলিশের দাবি তারা গতকাল থেকেই বালকটির দেহ উদ্ধারে হাত লাগিয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});