January 11, 2025

বাঘন বটতলী হাঁট কমিটির উদ্যোগে মিলন মেলায় ভান্ডার অঞ্চল তৃনমূল কংগ্রেস কমিটির সহায়তা কেন্দ্র সবার নজর কারে

1 min read


তন্ময়  চক্রবত্তী ঃ- উত্তর  দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বাঘন বটতলী হাঁট কমিটির উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে এক দিন ব্যাপী একটি মেলা আজ অনুষ্ঠিত হয় । 

 এই মেলায় প্রচুর মানুষের সমাগমে মিলন উৎসবে পরিণত হয়েছে মেলা প্রাঙ্গণে বিভিন্ন খাবারের দোকানের পাশাপাশি বিভিন্ন কসমেটিক দোকানের পসরা ছিল সাজাণো।  প্রায় ৫০ বছরের পুরনো এই মেলা দেখতে বহু দূরদূরান্ত থেকে বহু মানুষ আসেন এখানে

সব ধর্মের মানুষের সমাহারে  এই মেলা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য  নজীর  গড়ে তোলেআজ এই মেলাতে সবচেয়ে বেশি যেটা নজর কারে সেটা
হল
ভান্ডার অঞ্চল তৃনমূল কংগ্রেস কমিটির উদ্যোগে মেলা সহায়তা কেন্দ্র ।যেখানে সাধারণ মানুষদের পানীয় জল দেওয়ার ব্যবস্থা পাশাপাশি কোন মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদের তাৎক্ষণিক ওষুধপত্র দেওয়ারও ব্যবস্থা ছিল এই সহায়তা কেন্দ্রে ।


 যেখানে  উপস্থিত ছিলেন ভান্ডার অঞ্চল  সভাপতি পরিমল গোস্বামী , উত্তম ঘোষ , তারেক আহমেদ
,রাজ্জাক হুসেন ,বুধ দে সরকার এছাড়া ভান্ডার অঞ্চল তৃণমূল কংগ্রেস কর্মী বৃন্দ !  


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *