বালি মাফিয়াগিরি রুখতে বড়সড় সাফল্য পেল ইসলামপুর থানার পুলিশ
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দেবব্রত চক্রবর্তী :- বালি মাফিয়াগিরি রুখতে বড়সড় সাফল্য পেল ইসলামপুর থানার পুলিশ। পুলিশের এহেন ধরপাকড়ে বালি মাফিয়াজগতে শোরগোল পড়ে গিয়েছে। ইসলামপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে ইসলামপুরের শ্রীকৃষ্ণপুর কালীবাড়ি মোড় এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে বেআইনি বালি বোঝাই ট্রাক ধরতে অভিযান চালায় ইসলামপুর থানার পুলিশ। অভিযান চালিয়ে ১৯টি বেআইনি বালি বোঝাই ট্রাক আটক করে পুলিশ। পাশাপাশি ২৫জন চালককেও গ্রেপ্তার করেছে ইসলামপুর থানার পুলিশ। এদিন ধৃত
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দের ইসলামপুর আদালতে পাঠানো হয়। যদিও বালির গাড়ির চালকদের অভিযোগ তাদের কাছে কাগজপত্র নেই কিন্তু তারা রীতিমতো টাকা দিয়ে সোনাপুরের ঘাট থেকে বালি কিনে নিয়ে যাচ্ছিল। এটা চুরির বালি না অথচ পুলিশ বলছে চুরির বালি। কিন্তু চোপড়ার সোনাপুর, হাফতিয়াগছে প্রতিদিন ২০০/২৫০ গাড়ি বালি এভাবেই লোড হচ্ছে পুলিশ সেখানে কিছু করতে পারে না বলে অভিযোগ ধৃত চালকদের। কারন পুলিশ ওই বালি মাফিয়াদের কাছ থেকে মাসোয়ারা পায় বলে অভিযোগ ধৃত চালকদের। যদিও এবিষয়ে ইসলামপুর থানার পুলিশের তরফে কোনও মন্তব্য করা হয়নি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});