সাংবাদিকতার নাম ভাঙ্গিয়ে পাবলিকের কাছ থেকে টাকা নেওয়ার সময় হাতেনাতে ধরলো পুলিশ।
1 min read
কমল কুমার বিশ্বাস,বালুরঘাট সাংবাদিক পরিচয় দিয়ে তোলাবাজি করতে গিয়ে ধৃত এক সাংবাদিক lদীর্ঘ দিন ধরেই দক্ষিণ দিনাজপুর জেলায় ভুয়ো সাংবাদিকদের একটি চক্র কাজ করছিলো l
বিভিন্ন সময় একাধিক সংবাদ সংস্থার নাম ভাংগিয়ে সাধারণ মানুষদের সাংবাদিকতার ভয় দেখিয়ে তোলাবাজি চলছিল l এমনকি অনেকে কোনো সংবাদ সংস্থার সাংবাদিক না হয়েও মোটর সাইকেল ও প্রাইভেট কার এ প্রেস স্টিকার লাগিয়ে ঘুরে বেড়াতো l এইসব ভুয়া সাংবাদিকদের দৌরাত্বে অতিষ্ট হয়ে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাব ও জার্নালিস্ট ক্লাব প্রকৃত সাংবাদিকদের প্রেস স্টিকার দেয়,যাতে প্রশাসন ও সাধারন নাগরিক প্রকৃত সাংবাদিকদের চিনতে পারে l তবুও এই চক্রকে বাগে আনা সম্ভব হয়নি l অবশেষে আজ বালুরঘাট থানার পুলিশ এমনই এক সাংবাদিককে গ্রেপ্তার করে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে l ধৃতের নাম শিবু লাহা l