তৃণমূলের সমস্ত কর্মীদের একজোট হয়ে লড়াইয়ের ময়দানে নামার আহ্বান জানালেন তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ
1 min read
তন্ময় চক্রবত্তী ঃ- বিজেপির ভিন্ন নোংরা রাজনিতির চক্রান্তের
বিরুদ্ধে তৃণমূলের সমস্ত কর্মীদের একজোট
হয়ে লড়াইয়ের ময়দানে নামার আহ্বান জানালেন তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ । তিনি বলেন ইসলামপুরের দারিভিট কান্ড নিয়ে বিজেপি যেভাবে বিভ্রান্তিমূলক প্রচার করে সেখানকার
মানুষদের কাছে টানার চেষ্টা করছে সেটা নোংরা রাজনীতির পরিচয়। এমনটা গণতন্ত্রের পক্ষে অশুভ। অসীম বাবু বলেন
দাড়ি বিট কাণ্ডে পুলিশ যদি গুলি চালাত তাহলে ম্যাজিস্ট্রেট সেখানে উপস্থিত থাকতো।
কিন্তু কোন ম্যাজিস্ট্রেট সে দিন সেখানে
ছিল না । তাই পুলিশ গুলি চালায় নি ।
বিরুদ্ধে তৃণমূলের সমস্ত কর্মীদের একজোট
হয়ে লড়াইয়ের ময়দানে নামার আহ্বান জানালেন তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ । তিনি বলেন ইসলামপুরের দারিভিট কান্ড নিয়ে বিজেপি যেভাবে বিভ্রান্তিমূলক প্রচার করে সেখানকার
মানুষদের কাছে টানার চেষ্টা করছে সেটা নোংরা রাজনীতির পরিচয়। এমনটা গণতন্ত্রের পক্ষে অশুভ। অসীম বাবু বলেন
দাড়ি বিট কাণ্ডে পুলিশ যদি গুলি চালাত তাহলে ম্যাজিস্ট্রেট সেখানে উপস্থিত থাকতো।
কিন্তু কোন ম্যাজিস্ট্রেট সে দিন সেখানে
ছিল না । তাই পুলিশ গুলি চালায় নি ।
তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ |
দারিভিট
কাণ্ড এটা বিজেপির একটি চক্রান্ত কারণ যে সমস্ত মানুষরা সেই দিনের ঘটনায় গ্রেপ্তার হয়েছে তারা সবাই বহিরাগত, ভিন রাজ্যের। অসীম বাবু আরো বলেন বিজেপি শুধুমাত্র দারিভিট স্কুলে উর্দু শিক্ষক নিয়োগের কথায় প্রচার
করছে কিন্তু এটা সঠিক নয় সংস্কৃত এর শিক্ষক ও সেখানে নিয়োগ করা হয়েছিল ।অসীম
বাবু আরও বলেন বিজেপি যেভাবে
সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে জেলাজুড়ে সেটা ঠিক নয় এর বিরুদ্ধে সমগ্র উত্তর
দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেস কর্মীদের এককাট্টা হয়ে লড়াই করতে হবে ।
কাণ্ড এটা বিজেপির একটি চক্রান্ত কারণ যে সমস্ত মানুষরা সেই দিনের ঘটনায় গ্রেপ্তার হয়েছে তারা সবাই বহিরাগত, ভিন রাজ্যের। অসীম বাবু আরো বলেন বিজেপি শুধুমাত্র দারিভিট স্কুলে উর্দু শিক্ষক নিয়োগের কথায় প্রচার
করছে কিন্তু এটা সঠিক নয় সংস্কৃত এর শিক্ষক ও সেখানে নিয়োগ করা হয়েছিল ।অসীম
বাবু আরও বলেন বিজেপি যেভাবে
সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে জেলাজুড়ে সেটা ঠিক নয় এর বিরুদ্ধে সমগ্র উত্তর
দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেস কর্মীদের এককাট্টা হয়ে লড়াই করতে হবে ।
কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দধি মোহন দেব শর্মা |
তিনি বলেন বিজেপির এই নক্কারজনক অপপ্রচারের বিরুদ্ধে আগামী ২৭ অক্টোবর জেলার ইসলামপুরে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে
একটি সভা হতে চলছে । যেখানে প্রধান বক্তা
হিসেবে থাকবে তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলার অবজারভার তথা পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী ।তাই
এই সভাকে কেন্দ্র করে ইতিমধ্যে জেলা প্রত্যন্ত এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীদের
মধ্যে ব্যাপক প্রচার চালানো হচ্ছে এখন ।
একটি সভা হতে চলছে । যেখানে প্রধান বক্তা
হিসেবে থাকবে তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলার অবজারভার তথা পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী ।তাই
এই সভাকে কেন্দ্র করে ইতিমধ্যে জেলা প্রত্যন্ত এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীদের
মধ্যে ব্যাপক প্রচার চালানো হচ্ছে এখন ।
তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে ব্যাপক প্রচার |
অসীম বাবু বলেন আগামী ২৭ তারিখে উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেস
ইসলামপুরে আবারো প্রমাণ করে দেখিয়ে দিবে যে সাধারণ মানুষ মমতা ব্যানার্জির
উন্নয়নে সাথে রয়েছেন ,তৃণমূলের সাথে রয়েছেন । সেখানে যাওয়ার ব্যাপারে আজ জেলার কালিয়াগঞ্জ
এর তরঙ্গপুর এ কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি সভা অনুস্টিত হয়।
সেখানেই এমনই মন্তব্য করলেন অসীম বাবু আরো বলেন পঞ্চায়েত নির্বাচনে কালিয়াগঞ্জ
ব্লকে আশাতীত ফল না হলেও আগামীতে যাতে লোকসভা নির্বাচনে কালিয়াগঞ্জ ব্লক এ তৃণমূল
ভালো ফল করে তার জন্য এখন থেকেই সমস্ত কর্মীদের পুরনো বিভেদ ভুলে এক হয়ে কাজ করতে
হবে ।
ইসলামপুরে আবারো প্রমাণ করে দেখিয়ে দিবে যে সাধারণ মানুষ মমতা ব্যানার্জির
উন্নয়নে সাথে রয়েছেন ,তৃণমূলের সাথে রয়েছেন । সেখানে যাওয়ার ব্যাপারে আজ জেলার কালিয়াগঞ্জ
এর তরঙ্গপুর এ কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি সভা অনুস্টিত হয়।
সেখানেই এমনই মন্তব্য করলেন অসীম বাবু আরো বলেন পঞ্চায়েত নির্বাচনে কালিয়াগঞ্জ
ব্লকে আশাতীত ফল না হলেও আগামীতে যাতে লোকসভা নির্বাচনে কালিয়াগঞ্জ ব্লক এ তৃণমূল
ভালো ফল করে তার জন্য এখন থেকেই সমস্ত কর্মীদের পুরনো বিভেদ ভুলে এক হয়ে কাজ করতে
হবে ।
তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে ব্যাপক প্রচার |
এদিন সভায় কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি
দধি মোহন দেব শর্মা জানান, বিজেপি যেভাবে দাড়ি ভিট স্কুলের ছাত্র-ছাত্রীদের পঠন
পাঠন বন্ধ রেখে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে সেটা খুব অন্যায়।তিনি বলেন বিজেপি
পরিকল্পিতভাবে ইসলামপুরের দাঁড়ে ভিটে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে না হলে যারা ধরা পরল তারা বহিরাগত হবে কেন ? বহিরাগতরা সেদিন স্কুলে সামনে এসেছিল কেন ? তিনি মনে করেন পরিকল্পিতভাবেই বিজেপি ওই দুই
ছাত্রকে হত্যা করেছে ।
দধি মোহন দেব শর্মা জানান, বিজেপি যেভাবে দাড়ি ভিট স্কুলের ছাত্র-ছাত্রীদের পঠন
পাঠন বন্ধ রেখে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে সেটা খুব অন্যায়।তিনি বলেন বিজেপি
পরিকল্পিতভাবে ইসলামপুরের দাঁড়ে ভিটে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে না হলে যারা ধরা পরল তারা বহিরাগত হবে কেন ? বহিরাগতরা সেদিন স্কুলে সামনে এসেছিল কেন ? তিনি মনে করেন পরিকল্পিতভাবেই বিজেপি ওই দুই
ছাত্রকে হত্যা করেছে ।
এই সেই দাড়ীভিট স্কুল |
তাই আগামী ২৭ শে অক্টোবর বিজেপির চক্রান্তের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সভা করে
ইসলামপুরে জানিয়ে দিবে যে বিজেপি যতই চক্রান্ত ও বিশৃঙ্খলা করার চেষ্টা করুক না
কেন উত্তর দিনাজপুর জেলার মাটি ও পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি কোন ঠাই নেই।তিনি
বলেন গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি কে
সামনে রেখে কংগ্রেস সিপিএম বিজেপির প্রার্থী কে জয়ী করিয়েছে । আসলে তারা জনগণের ভোটে
জয়ী নয় । তিনি বলেন আগামী লোকসভা নির্বাচনে বিজেপির এখানে কোন স্থান নেই কারণ কালিয়াগঞ্জ এর মাটি
তৃণমূল কংগ্রেসের মাটি। আগামী লোকসভা নির্বাচনেই তৃণমূল কংগ্রেস তা প্রমাণ করে
আবার দেখিয়ে দিবে ।তিনি বলেন পঞ্চায়েত নির্বাচনে অনেক জায়গায় প্রার্থী পথ কে
কেন্দ্র করে কিছু ক্ষোভ-বিক্ষোভ হয়েছিল দলের অন্দরেই তার ফলেই কালিয়াগঞ্জে তৃণমূলের ফলাফল আশানুরুপ হয়নি । এই ক্ষোভ-বিক্ষোভ মিটিয়ে আবার সব তৃণমূল
কংগ্রেস কর্মীরা এককাট্টা হয়েছে আগামী দিনে লড়াইয়ের ময়দানে নামার জন্য।দধি
বাবু বলেন সাম্প্রদায়িক দল বিজেপি কে দিল্লি থেকে হাটাতে যখন তৃণমূল কংগ্রেস
লড়াই করছে ঠিক তখন কংগ্রেস ও সিপিএম সাম্প্রদায়িক বিচ্ছিন্নতাবাদী দল বিজেপির
সাথে হাত মিলিয়ে একসাথে চলছে কালিয়াগঞ্জ । তার প্রমাণ পঞ্চায়েত গঠনের সময় দেখা
গেল। কিন্তু তৃণমূল কখনোই সাম্প্রদায়িক
বিচ্ছিন্নতাবাদী দল বিজেপির সঙ্গে আপস কখনোই করেনি বা আগামীতে করবে না । দধি বাবু এদিন আরো বলেন কালিয়াগঞ্জ যে ৮ টি অঞ্চলের মধ্যে ৭ টিতে দখল করেছে বিজেপি আগামী ছয় মাসের মধ্যে সেই সাতটি অঞ্চল পুনরায় তৃণমূলের দখলে আস্তে চলছে বিজেপির কোন নীতি না থাকার জন্যই ।এখন শুধু সময়ের অপেখ্যা।
ইসলামপুরে জানিয়ে দিবে যে বিজেপি যতই চক্রান্ত ও বিশৃঙ্খলা করার চেষ্টা করুক না
কেন উত্তর দিনাজপুর জেলার মাটি ও পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি কোন ঠাই নেই।তিনি
বলেন গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি কে
সামনে রেখে কংগ্রেস সিপিএম বিজেপির প্রার্থী কে জয়ী করিয়েছে । আসলে তারা জনগণের ভোটে
জয়ী নয় । তিনি বলেন আগামী লোকসভা নির্বাচনে বিজেপির এখানে কোন স্থান নেই কারণ কালিয়াগঞ্জ এর মাটি
তৃণমূল কংগ্রেসের মাটি। আগামী লোকসভা নির্বাচনেই তৃণমূল কংগ্রেস তা প্রমাণ করে
আবার দেখিয়ে দিবে ।তিনি বলেন পঞ্চায়েত নির্বাচনে অনেক জায়গায় প্রার্থী পথ কে
কেন্দ্র করে কিছু ক্ষোভ-বিক্ষোভ হয়েছিল দলের অন্দরেই তার ফলেই কালিয়াগঞ্জে তৃণমূলের ফলাফল আশানুরুপ হয়নি । এই ক্ষোভ-বিক্ষোভ মিটিয়ে আবার সব তৃণমূল
কংগ্রেস কর্মীরা এককাট্টা হয়েছে আগামী দিনে লড়াইয়ের ময়দানে নামার জন্য।দধি
বাবু বলেন সাম্প্রদায়িক দল বিজেপি কে দিল্লি থেকে হাটাতে যখন তৃণমূল কংগ্রেস
লড়াই করছে ঠিক তখন কংগ্রেস ও সিপিএম সাম্প্রদায়িক বিচ্ছিন্নতাবাদী দল বিজেপির
সাথে হাত মিলিয়ে একসাথে চলছে কালিয়াগঞ্জ । তার প্রমাণ পঞ্চায়েত গঠনের সময় দেখা
গেল। কিন্তু তৃণমূল কখনোই সাম্প্রদায়িক
বিচ্ছিন্নতাবাদী দল বিজেপির সঙ্গে আপস কখনোই করেনি বা আগামীতে করবে না । দধি বাবু এদিন আরো বলেন কালিয়াগঞ্জ যে ৮ টি অঞ্চলের মধ্যে ৭ টিতে দখল করেছে বিজেপি আগামী ছয় মাসের মধ্যে সেই সাতটি অঞ্চল পুনরায় তৃণমূলের দখলে আস্তে চলছে বিজেপির কোন নীতি না থাকার জন্যই ।এখন শুধু সময়ের অপেখ্যা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});