শিশু দিবসে ভিলেজ কুকিং সংস্থার উদ্দ্যোগে গ্রামের শিশুদের নিয়ে চাচা নেহেরুর জন্মদিন পালন ও দুপুরের পেটপুরে আহারের অভিনব উদ্যোগ
1 min readশিশু দিবসে ভিলেজ কুকিং সংস্থার উদ্দ্যোগে গ্রামের শিশুদের নিয়ে চাচা নেহেরুর জন্মদিন পালন ও দুপুরের পেটপুরে আহারের অভিনব উদ্যোগ
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৪,নভেম্বর: দেশের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর জন্মদিন উপলক্ষে রবিবার কালিয়াগঞ্জের ভিলেজ কুকিং সংস্থা(পি বি কে)নামে এই সমাজসেবী সংস্থা কালিয়াগঞ্জ ব্লকের উত্তর গোবিন্দপুর গ্রামের নিকট মহা তৈল এলাকায় এলাকার ২৫০জন শিশুদের দুপুরের পেটপুরে আহারের ব্যবস্থা করলো।
সংস্থার কর্নধার পাপাই মহন্ত বলেন আমাদের সংস্থা দেশের প্রথম প্রধান মন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মদিনকে শিশু দিবস বলা হয় যেহেতু সেই কারণে আমাদের ভিলেজ কুকিং পি বি কে সংস্থা গ্রামের মধ্যে কচিকাঁচাদের নিয়ে চাচা নেহেরু সম্পর্কে আলোচনা হলে
সেখানে কচিকাঁচাদের অভিভাবকরাও চাচা নেহেরুর সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারে।গ্রামের কচিকাঁচাদের অভিভাকরা বলেন তাদের গ্রামে দেশের প্রথম প্রধান মন্ত্রী জওহরলাল নেহেরু সম্পর্কে আলোচনা এই প্রথম শুনলাম।অজ গ্রামে এসে গ্রামের কচিকাঁচাদের নিয়ে ভাবনা চিন্তা এই প্রথম
দেখে তারা অভিভূত হয় বলে জানান।তারা চান এই ধরনের আলোচনা মাঝে মধ্যে যদি হয় তাহলে দেশের বিশিষ্ট ব্যক্তিদের সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারলে ছেলে মেয়েরা অনেক কিছু শিখতে পারবে বলে তারা মনে করেন।
গ্রামের ছেলেমেয়েরা যেমন আজ অনেক কিছু শিখতে পারলো তেমনি সারাদিন আনন্দের মধ্য দিয়ে দিন কাটিয়ে পেট পুরে মাংসভাত খেতে পেয়ে গ্রামের ছেলেমেয়েরা প্রচন্ড খুশি হয়েছে বলে জানা যায়।
গ্রাম বাসীদের দাবি এই ধরনের অনুষ্ঠান মাঝে মধ্যে হলে গ্রামের ছেলেমেয়েরা অনেক অজানাকে জানতে পারবে বলেই তাদের ধারণা।সংস্থার অপর সদস্য কল্যাণ মহন্ত বলেন তাদের সংস্থা এই দিন গ্রামের মধ্যেই
চাচা নেহেরুর জন্মদিন পালন করলে গ্রামবাসীরা সেখানে অংশগ্রহণ করেন।কল্যাণ মহন্ত এবং পাপাই মহন্ত জানান কালিয়াগঞ্জ ব্লকের যে সমস্ত সহৃদয় ব্যক্তিরা আছেন তাদের কাছে সংস্থার পক্ষ থেকে আবেদন তারা যদি তাদের
সংস্থার প্ৰতি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে কালিয়াগঞ্জের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় কচিকাঁচাদের নিয়ে আরো অনেক অনুষ্ঠান করবার প্রেরণা তারা পাবে বলে জানান।