সিপিআইএমের কালিয়াগঞ্জ উত্তর এরিয়া কমিটির দ্বিতীয় সম্মেলন শেষ হল
1 min readসিপিআইএমের কালিয়াগঞ্জ উত্তর এরিয়া কমিটির দ্বিতীয় সম্মেলন শেষ হল
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৪ নভেম্বর: রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ উত্তর এরিয়া কমিটির দ্বিতীয় সম্মেলন সারাদিন ব্যাপী শহরের নজমু নাট্য নিকেতন অত্যন্ত সুশৃঙ্খল ভাবে শেষ হয়।শহীদ বাড়িতে মাল্যদান ও দলীয় রক্ত পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কালিয়াগঞ্জ উত্তর এরিয়া কমিটির দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআইএম এর উত্তর দিনাজপুর জেলা সম্পাদক অপূর্ব পাল,ভারতেন্দ্র চৌধুরী, দেবব্রত সরকার,মনোরঞ্জন পাটোয়ারী,
সন্তোষ ঘোষ,জ্যোতি বিকাশ ভদ্র সহ সিপিআইএমের নেতৃত্বগন।সম্মেলনে সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন বিদায়ী উত্তর এরিয়া কমিটির সম্পাদক মনোরঞ্জন পাটোয়ারী।সম্পাদকীয় প্রতিবেদনের উপর বেশ কয়েকজন বক্তব্য রাখেন।সম্মেলনে নিজের শক্তির উপর ভরসা করে আসন্ন পৌর নির্বাচনে লড়াইয়ে অংশ নেবার জন্য অনেকেই মত প্রকাশ করেন বলে জানা যায়।
জেলা সম্পাদক অপূর্ব পাল সম্মেলনে বলেন সামনে পৌর সভার ভোট।আমাদের সবাইকে সাধারণ মানুষদের আপদে বিপদে পাশে থাকতে হবে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় কালিয়াগঞ্জ উত্তর এরিয়া কমিটির সম্পাদক নির্বাচিত হন মনোরঞ্জন পাটোয়ারী।