দৌলত গছে অনুষ্ঠিত হল ৯০ তম উর্ষ উৎসব
1 min readদৌলত গছে অনুষ্ঠিত হল ৯০ তম উর্ষ উৎসব
রাকেশ রায় ঃ-শুক্রবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সোনাপুর অঞ্চলের দৌলত গছে মহা সমারোহে অনুষ্ঠিত হল ৯০ তম হজরত বাবা রৌশন চিরাগ উর্ষ উৎসব। এই উপলক্ষে এদিন চোপড়ার বিভিন্ন এলাকা থেকে মুসলিম ভক্তরা অনুষ্ঠানে যোগ দেন । বেশ কিছু দোকান পাট বসে । বিভিন্ন খাবারের দোকান ফলের দোকান সহ কিছু খেলনার দোকানও বসে ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গোলাম রসুল ফালিয়ারী মুক্তি ও ফিরোজ আলম, গুলশান রাজ্জাক প্রমুখ । কমিটির পক্ষে মহম্মদ হুমায়ুন আহমেদ জানান, আমাদের এখানে প্রতি বছর উরস উৎসব পালন করা হয় ।বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে মাজারে চাদর চড়ান ।
গত বার করোনার জন্য মেলা করা হয়নি ।এবারে শুধু খাবারের দোকান এবং কিছু খেলনার দোকান বসেছে ।খুব শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানটি করা হয়েছে ।