January 10, 2025

পৌর উৎসবকে কেন্দ্র করে কালিয়াগঞ্জে একদিনের দিবারাত্রি ভলিবল প্রতিযোগিতা

1 min read
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ--শুক্রবার বিকালে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভা মাঠে পৌর উৎসবকে কেন্দ্র করে একদিনের দিবারাত্রি ১২দলীয় ভলিবল প্রতিযোগিতা শুরু হয়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ভলিবল প্রতিযোগীতার সূচনা করেন উত্তরবঙ্গ ক্রীড়া পর্ষদের অন্যতম সদস্য অসীম ঘোষ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌর সভার পৌরপিতা কার্তিক চন্দ্র পাল, উপ-পৌর পিতা বসন্ত রায়,কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুনীল সাহা,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তপন দেব সিংহ,কালিয়াগঞ্জ পৌর সভার নির্বাহিক আধিকারিক জনার্দন বর্মন ও বিশিষ্ট সমাজসেবী কমল ঘোষ সহ পৌর সভার কমিশনার গন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


খেলা শুরুর পূর্বে খেলোয়াড়দের সাথে পরিচিতি পর্ব শেষ হবার পর প্রথম খেলাটি শুরু হয় মজলিশপুর একাদশ বনাম কালিয়াগঞ্জ চিড়াইলপাড়া একাদশের মধ্যে।কালিয়াগঞ্জ পৌর সভার পৌরপিতা কার্তিক চন্দ্র পাল বলেন আজকের ভলিবল খেলায় মোট ১২টি টিম অংশগ্রহণ করছে।আগামী কাল থেকে এই মাঠেই দুইদিন ব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগীতার আসর বসবে বলে জানান।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

পৌরপিতা বলেন আগামী১৪ই নভেম্বর থেকে ১৮ই নভেম্বর পর্যন্ত চলবে কালিয়াগঞ্জ পৌর সভার দ্বিতীয় বর্ষের পৌর উৎসব।বিজয়ী দলদের পৌর উৎসবে পুরস্কার প্রদান করা হবে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *