মহিসবাথানে জমজমাট মুখা মেলা
1 min read
তপন চক্রবর্তী –উত্তর দিনাজপুর –দক্ষিণ দিনাজপুর জেলার মহিসবাথান গ্রামে তিনদিনের মুখোশ মেলা শুরু হল শুক্রবার।শুক্রবার এক বর্ণাঢ্য মুখা শিল্পীদের শোভাযাত্রা সহকারে এই মুখা মেলার সূচনা হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শোভাযাত্রা য় উপস্থিত ছিলেন গঙ্গারামপুরের মহকুমা শাসক ডি রায়,দক্ষিণ দিনাজপুর জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক সান্তনু চক্রবর্তী,বালুরঘাটের সাংসদ প্রতিনিধি সুনির্মল জ্যোতি বিশ্বাস,ব্লকের বিডিও মঃ জ্যাকারিয়া,বাংলা নাটক ডট কমের ম্যানেজার নির্মাল্য রায়,কলকাতা থেকে আগত নাট্য প্রশিক্ষক বিপ্লনু মৈত্র,খন শিল্পী খুশি সরকার সহ বিশিষ্ট ব্যাক্তিগন।গ্রামীন হস্ত শিল্পী এসোসিয়েশনের সম্পাদক পরেশ সরকার বলেন বিগত ৫বছর ধরে আমাদের এই গ্রামে হস্ত শিল্প তথা মুখা শিল্পী দের নিয়ে এই মেলা হয়ে আসছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ছবি শঙ্কর গুপ্তা |
তিনি বলেন এই এলাকার হস্ত শিল্পী রা বর্তমানে সব সময় কাজ পেয়ে থাকে।এর ফলে তাদের আর্থিক স্বাচ্ছন্দ্য অনেকটাই ফিরে এসেছে।রাজ্যের বর্তমান সরকার নানাভাবে এই সমস্ত শিল্পিদের বিভিন্ন ভাবে সাহায্য করছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ছবি শঙ্কর গুপ্তা |
পশ্চিম বঙ্গ ক্ষুদ্র,ছোট, মাঝারি শিল্প দপ্তর ও ইউনেস্কোর আর্থিক সহায়তায় ও বাংলা ডট কমের সহায়তায় মহিসবাথানে হস্ত শিল্পীদের বর্তমানে সারা ভারতবর্ষে একটি জায়গা করে নিতে পেরেছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ছবি শঙ্কর গুপ্তা |
মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে ব্যাপক হস্ত শিল্প সামগ্রী বিক্রি হচ্ছে বলে জানা যায়।রবিবার মেলা শেষ হবে বলে জানা যায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});