উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ এর বয়েস সুকান্তর শ্যামাপূজা তে আসছে শ্রাবন্তী চ্যাটার্জী
1 min readউত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ এর বয়েস সুকান্তর শ্যামাপূজা তে আসছে শ্রাবন্তী চ্যাটার্জী
শুভ আচার্য করোনা আবহে গত দু’বছর ধরে মানুষের মন খারাপ। শুধু তাই নয় বাঙ্গালীদের শারদ উৎসবে একদিকে যেমন দুর্গাপূজা অপরদিকে শ্যামাপূজা তেও গত বছর নম নম করে করতে হয়েছিল বিভিন্ন পূজা উদ্যোক্তা এবং বারোয়ারি পুজো কমিটি গুলিকে
। একটু করণা নিয়ন্ত্রণে আসতেই এবার বিভিন্ন পুজো কমিটি গুলো আগের মত করে নিজেরা নানান ধরনের থিম করে শ্যামা পূজার আয়োজন করছে। তেমনভাবেই উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ এর বয়েস সুকান্ত এবার নতুন ধরনের থিমের পুজো করে দর্শনার্থীদের আকর্ষণ দিতে চলছে। জানা যায় এবার তাদের পুজোতে চমক দিতে থাকছে টলিউডের চলচিত্র নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জীর অংশগ্রহণ। যাকে কেন্দ্র করে ইতিমধ্যে ক্লাব কর্মকর্তাদের মধ্যে এখন উৎসাহ চরমে।