রক্তের সংকট মেটাতে এবার কালিয়াগঞ্জ এর প্রতিরোধ ক্লাব
1 min readরক্তের সংকট মেটাতে এবার কালিয়াগঞ্জ এর প্রতিরোধ ক্লাব
শুভ আচার্য রক্তের সংকট মেটাতে এবার কালিয়াগঞ্জ এর প্রতিরোধ ক্লাব।দীপাবলি ও শ্যামা পূজা কে কেন্দ্র করে ক্লাবের কর্মকর্তারা আজ বিশেষ উদ্যোগ নিয়ে রক্তদান শিবিরের আয়োজন করে।এই রক্ত দান শিবির কে কেন্দ্র করে ক্লাবে কর্মকর্তা ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ছিল ব্যাপক।
উল্লেখ থাকে যে কালিয়াগঞ্জ এর এই প্রতিরোধ ক্লাব সারা বছরই বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ কর্ম করে সমাজে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। তাই তার ফলস্বরূপ সামনে দীপাবলি কে কেন্দ্র করে ক্লাবের এই বিশেষ উদ্যোগ। জানা যায় আজ প্রায় 100 জনের মত মানুষ এই রক্তদান শিবিরে যোগ দিয়ে রক্ত দান করেন।