December 28, 2024

ভোটের দিন তারিখ ঘোষণা না হলেও উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভা নির্বাচন নিয়ে চিন্তিত তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব

1 min read

ভোটের দিন তারিখ ঘোষণা না হলেও উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভা নির্বাচন নিয়ে চিন্তিত তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব

তনময় চক্রবর্তী  ভোটের দিন তারিখ ঘোষণা না হলেও উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভা নির্বাচন নিয়ে চিন্তিত তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব। ২০১৬ সালের বিধানসভা, ২০১৯’র লোকসভা এবং ২০২১’র বিধানসভা– একের পর এক নির্বাচনে কালিয়াগঞ্জ পুরসভার  শহরে প্রায় প্রত্যেকটি ওয়ার্ডে ভরাডুবি হয়েছে রাজ্যের শাসক দলের। দলের গোষ্ঠীদ্বন্দ্ব, অন্যদিকে প্রাক্তন কাউন্সিলারদের একাংশের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকার কারণে শহরে অধিকাংশ ওয়ার্ডে তৃণমূলকে অনেক ভোটে পিছিয়ে থাকতে হয়। এই অবস্থায় শহরে দলের সংগঠনের যে অবস্থা তাতে আগামীতে কীভাবে তারা ঘুরে দাঁড়াবে নেতৃত্ব সেই নিয়েই এখন ঘোর চিন্তায় পড়ে গিয়েছে। রাজনৈতিক মহলের মতে, আগামী দিনে সংগঠন ঘুরে দাঁড়ালেও স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী না দিতে পারলে শাসক দলের পক্ষে পুরসভা দখল করা সম্ভব নয়। স্বাভাবিক ভাবে এখন থেকে পুরসভা দখল নিয়ে জোর প্রস্তুতি শুরু করেছে শাসক দল।

তবে কতটা সাফল্য মিলবে, তা নিয়ে সংশয় রয়েছে বলে রাজনৈতিক মহল মনে করছে।এদিকে কালিয়াগঞ্জ এর সাধারন নাগরিক দের দাবি অবিলম্বে তৃণমূল কংগ্রেসের নেতা তথা প্রাক্তন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল কে তৃণমূল কংগ্রেসের ফিরিয়ে এনে তার নেতৃত্বে কালিয়াগঞ্জে যদি ভোট হয় তাহলে তৃণমূল কংগ্রেস ভালো ফল করবে।আর এটা না হলে কোন অবস্থাতেই শাসক তৃণমূল কংগ্রেস কালিয়াগঞ্জে পৌরসভা নির্বাচনে ভালো ফল করতে পারবেনা এটা নিশ্চিত।নাম প্রকাশে জেলা পর্যায়ের এক নেতা বলেন আগামী পৌরসভা নির্বাচনে কাত্তিক পাল কে সামনে রেখে ভোটের বৈতরণী পার করবে তৃণমূল কংগ্রেস এ নিয়ে কোন সন্দেহ নেই।

 

এখন শুধু মাত্র সময়ের অপেক্ষা তৃণমূল কংগ্রেসে প্রাক্তন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পালের তৃণমূল কংগ্রেসে যোগদান এর বাপারে ।গত বিধানসভা নির্বাচনে হারে র পর থেকে আমরা জেলা নেতৃত্ব কালিয়াগঞ্জ এর ব্যাপার নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছি।

 

রাজ্য থেকে নির্দেশ রয়েছে কালিয়াগঞ্জ পুরসভায় জয়লাভ করতে হবে। সেই নির্দেশ মতো আমরা রণকৌশল তৈরি করছি। সংগঠন সাজতে একটু সময় লাগবে। আশা করছি পুরভোটের আগে সমস্ত দুর্বলতা ও সমস্যা কাটিয়ে সংগঠন ঘুরে দাঁড়াবে। অন্যদিকে ওপর এক জেলা নেতা বলেন পরপর ভোটে আমরা পরাজিত হয়েছি। আমাদের কিছু ভুলের কারণে এমন ফল হয়েছে। আগামীতে সেগুলি সংশোধন করতে হবে। আমরা জয়লাভ না করতে পারলে উন্নয়ন ব্যাহত হবে। পুরভোট নিয়ে এখন থেকেই আমরা সংগঠন শক্তিশালী করছি। চিন্তা তো অবশ্যই রয়েছে। আশা করছি আমরা বোর্ড গঠন করব।আমাদের দলের কিছু নেতা-কর্মীর কারণে আমাদের ভরাডুবি হয়েছে বিগত দিনে । তাই এখন থেকে আমাদের   চিন্তা করতে  হছে । মানুষের জন্য এত উন্নয়ন করেও একাংশের ব্যবহারের কারণে আমরা ভোট পাচ্ছি না। বিধানসভা নির্বাচনে ওয়ার্ডগুলির একটিতেও শাসক দল লিড পায়নি। ফলে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পুর এলাকায় তারা কয়েক হাজার ভোটে পিছিয়ে ছিল। একই ভাবে লোকসভা নির্বাচনেও কয়েক হাজার ভোটে তৃণমূল পিছিয়ে ছিল। এই অবস্থায় আগামীতে পুরভোট পার করা নিয়ে চিন্তায় পড়েছে তৃণমূল নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..