কালিয়াগঞ্জে ওম নম শিবায় জপ সমিতি শিব বন্দনা অনুষ্ঠান
1 min read
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ-সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জে ওম নম শিবায় জপ সমিতির উদ্যোগে সাহা বাড়ীতে সাপ্তাহিক শিব বন্দনার আসর বসে।ওম নম শিবায় জপ সমিতির সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে।ওম নম শিবায় জপ সমিতির মুখ্য শিল্পী ভূপেন্দ্র মোহন ঝাঁ নরেন্দ্র মোহন ঝাঁ সহ রাধেশ্যাম তাপরিয়া,ভিমরাজ জৈন ও পবন ঝাওর সংগীত পরিবেশন করেন।অনুষ্ঠানে উপস্থিত সবাই ওম নম সংগীত বন্দনায় গলা মিলিয়ে থাকে।
প্রতি সোমবার করে কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন ভক্তদের বাড়িতে দীর্ঘ কয়েক বছর ধরে অত্যন্ত নিষ্ঠা সহকারে হয়ে আসছে এই শিব বন্দনার অনুষ্ঠান বলে জানান সংস্থার বিশিষ্ট সদস্য ভীমরাজ জৈন।আগামী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কালিয়াগঞ্জ হাসপাতাল পাড়ার ত্রিধারা ক্লাবের পাশে অবস্থিত তপন মোদকেরবাসগৃহে।সেই অনুষ্ঠানে অংশগ্রহন করবার জন্য সবাইকে আমন্ত্রণ জানান সংস্থার পক্ষ থেকে ভূপেন্দ্র নাথ ঝাঁ।কালিয়াগঞ্জ শহরের সর্বত্র ইতিমধ্যেই ওম নম শিবায় জপ বন্দনা অনুষ্ঠানটি অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠানের তকমা পে
য়েছে।