বিস্ফোরক মন্তব্য করলেন উত্তর দিনাজপুর জেলার যুব তৃণমূল কংগ্রেসের সদ্য পদত্যাগী সাধারণ সম্পাদক তারেক আহমেদ
1 min readসামনে রেখে দল করলেও এমন কিছু বিজেপি প্রেমিক চর ও সুবিধাবাদী ঠিকাদার ঢুকে পড়েছে দলে তার জন্য
দলের সুনাম নষ্ট হচ্ছে বিভিন্ন জায়গায় । যেমনটা হচ্ছে উত্তর দিনাজপুর জেলার
কালিয়াগঞ্জ শহর ও ব্লকের যুব নেতৃত্বের মধ্যে । তারা দলের কোন কাজ না করলেও দলের
পদে বহাল তবিয়তে রয়ে গেছে দীর্ঘদিন ধরে। কাজ করতে দেওয়া হচ্ছে না যুব কর্মীদের অথচ দল
তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না । আজ এই ভাষাতে বিস্ফোরক মন্তব্য করলেন উত্তর
দিনাজপুর জেলার যুব তৃণমূল কংগ্রেসের সদ্য পদত্যাগী সাধারণ সম্পাদক তথা
কালিয়াগঞ্জ এর ভান্ডার এলাকা তৃণমূল নেতা তারেক আহমেদ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
লোকসভা নির্বাচনে দলের ফলাফল মোটেও ভালো হবে না। তারেক বাবু বলেন কালিয়াগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজু
ঘোষ শিক্ষকতার পাশাপাশি ঠিকাদারি কাজে যুক্ত হয়ে রয়েছেন দীর্ঘদিন ধরে পাশাপাশি
তিনি আবার ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ ও সামলাচ্ছেন । ফলে একসাথে এতগুলো
কাজ কোনভাবেই হয়না ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সভাপতির বিরুদ্ধে। তিনি বলেন একদিকে যেমন দলীয় কর্মসূচিতে ব্লক যুব সভাপতি কে
পাওয়া যায় না তেমনি দলীয় কর্মীদের সাথে ও ঠিকঠাক ব্যবহার ও করেন না ব্লক যুব
সভাপতি । যার ফলে তিতিবিরক্ত হয়ে পড়েছে
সাধারণ যুব কর্মীরা। তারেক বাবু বলেন ছাগল
দিয়ে কি লাঙ্গল চাষ করা যায় ?
তৃণমূল জেলা নেতৃত্ব কালিয়াগঞ্জ ব্লকে যুবর চাষ করছে ছাগল দিয়ে। অপর দিকে তারেক
বাবু জেলা তৃণমূলের কার্যকারী সভাপতি
প্রদীপ ঘোষের বিরুদ্ধে ও একরাশ ক্ষোভ উগরে
দিয়ে বলেন তিনি তো বিজেপির চর হয়ে তৃণমূলে ঢুকে আসলে তৃণমূলের অন্দরে তৃণমূলের
সর্বনাশ করছেন না হলে পঞ্চায়েত
নির্বাচনের সময় গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থী কার্তিক দাস এবং জেলা পরিষদের
প্রার্থী মামেনা আহমেদ কে হারানোর জন্য
উঠে-পড়ে লেগেছিলেন কেন ? এই প্রশ্নের
উত্তর কি প্রদীপ বাবু দিতে পারবেন। তিনি
বলেন দলে থেকে দলের বিরোধিতার প্রকাশ্যে করে গেলেও বহাল তবিয়তে জেলা যুব নেতৃত্ব
তাকে রেখে দিয়েছে কোন এক অজ্ঞাত কারণে। তারেক বাবু বলেন বহুবার দলের উর্দ্ধতন নেতৃত্তের
কাছে এই অভিযোগ করে আসলেও এ ব্যাপারে আমলি দেয়নি জেলার যুব নেতৃত্ব।
উপরন্ত জেলা পর্যায়ে দলের কোন বৈঠকে একসাথে
বিজেপির চরের পাশে বসে তাকে বৈঠক করতে হচ্ছে দিনের পর
দিন । তিনি বলেন এটা তার কাছে একটা অপমান । আর তাই তিনি দলের সুপ্রিমো সহ
উচ্চ নেতৃত্বকে জানিয়ে জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদ থেকে
পদত্যাগ করেছেন। তারেক বাবু বলেন তিনি
মমতা ব্যানার্জির নীতি ও আদর্শকে ভালোবেসে দলে এসেছেন সাধারণ মানুষের পাশে থেকে
কাজ করার জন্য। তার পদের কোন দরকার পড়বে
না মানুষের পাশে থেকে কাজ করার জন্য। তারেক বাবু আরো বলেন আগামী লোকসভা নির্বাচনের
আগে এইসব সুবিধাবাদী মানুষদের চিহ্নিত না
করা হয় যদি তাহলে দল ভালো ফল করতে পারবে না এই এলাকায়। কারণ ঠিকাদারি ও বিজেপির
চড় দিয়ে আর যাই কাজ করা যাক না কেন মানুষের কাজ করা যায় না। সদ্য পদত্যাগী তৃণমূল যুব কংগ্রেসের উত্তর দিনাজপুর
জেলার সাধারণ সম্পাদক তারেক আহমেদ এর পাশাপাশি তৃণমূলের কালিয়াগঞ্জ ব্লক সভাপতি দধিমোহন
দেব শর্মার বিরুদ্ধেও একরাশ ক্ষোভ প্রকাশ করে বলেন তিনি তো এখন নিজেকে নিয়েই শুধু
ভাবেন।
সময় কোথায় তার আর কাউকে নিয়ে
ভাবার ? না হলে তার চোখের সামনে এত কিছু ঘটনা ঘটে চলছে আর তিনি ঠুঁটো জগন্নাথের মতো
দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন । আসলে সর্ষের
মধ্যে ও যে ভূত আছে তা প্রমাণিত । তিনি বলেন তার সহধর্মিণী যখন জেলা পরিষদে ভোটে
দাড়িয়ে ছিলেন তখন তার এলাকায় একদিনের জন্য প্রচারে আসতে আসেন নি তিনি । তিনি আরো বলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক পদে
থাকার সুবাদে তিনি জেলার বিভিন্ন ব্লক ব্লক এ ঘুরেছেন সংগঠনের কাজ করার জন্য। সেই
নিরিখে কালিয়াগঞ্জ ব্লক ও শহর তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বে এর মত অযোগ্য
নেতৃত্ব এবং কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল
কংগ্রেসের সভাপতির দায়িত্ব জ্ঞানহীন সংগঠক আর কোন ব্লকে তিনি দেখেন নি ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});