প্রচার বিমুখ সঞ্চয় পাল
1 min readসঞ্চয় পাল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের এলকজন প্রবীণ লেখক হলেও তিনি আসলে প্রচার বিমুখ।সঞ্চয় পাল পেশায় শিক্ষকতার সাথে যুক্ত হলেও নেশায় তিনি সাহিত্য পাগল মানুষ বলেই সর্বত্র তার পরিচিতি।আজ সঞ্চয় পালের একটি কবিতা তাই আপনাদের জন্য বর্তমানের কথার পোর্টাল সংবাদের সাহিত্যের দরবারে প্রকাশ হল।
খেলাঘরে
তুমি বলে কেউ নেই –অলৌকিক ।
কল্পনা দিয়ে গড়া ধূর্ত মানুষদের শিল্পীত সৃষ্টি শুধু ।
কেউ থাকে চেয়ে – নাম-গানে মুখরিত হয় কেউ শিকারের খোঁজে ।
রক্ত-মাংস-অস্তিহীন কিছু কোনোদিন কোনো যুক্তিতে
পারে না ভাঙতে কিছু – পারে না গড়তে ।
তাই তো অবতার তত্ত্ব যুগে যুগে
সুচতুর কৌশলে ।
মানুষই তো সব – প্রেমে, বিরহে, রণে,সৃষ্টিতে মারণযজ্ঞে ।
আছে আর নাই -এই নিয়ে সংশয় জ্ঞানে-অজ্ঞানে নিরন্তর ।
এ সবের ঊর্ধে যারা – তারা শিশ্ন,জোনি আর মূর্তিতে
আবেগের উত্তাপে প্রাণ প্রতিষ্ঠায় ব্যস্ত ক্ষমতার
সার্বিক আনুকুল্যে –
এই খেলাঘরে ।