January 4, 2025

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার রুপাহার এলাকায় আজ রাতে ৩৪নং জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা

1 min read

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার রুপাহার এলাকায়  আজ রাতে ৩৪নং জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার রুপাহার এলাকায়  আজ রাতে ৩৪নং জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। জানা যায়  ঝাড়খন্ড থেকে লক্ষনৌ গামী পরিযায়ী শ্রমিক বোঝাই বেসরকারি বাস নিয়ন্ত্রন হারিয়ে পরে গেল নয়নজুলিতে। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার রূপাহারে ৩৪ নম্বর জাতীয় সড়কে।

ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী ও রায়গঞ্জ দমকল বাহিনী। নয়নজুলিতে পড়ে থাকা বাসে আটকে পরা পরিযায়ী শ্রমিকদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা এবং দমকল বাহিনীর কর্মীরা। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরাও।

তবে কতজন যাত্রী জখম বা মৃত হয়েছে সেই সংখ্যা এখনও জানা যায়নি। উদ্ধারকারীরা বাস থেকে পরিযায়ী শ্রমিকদের উদ্ধার করে দ্রুত রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন। দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন জেলা পুলিশ প্রশাসনের কর্তারাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *