মুক্তির পথ রায়গঞ্জ সংস্থার উদ্যোগে বিনামূল্যে দন্ত চিকিৎসা শিবির
1 min readমুক্তির পথ রায়গঞ্জ সংস্থার উদ্যোগে বিনামূল্যে দন্ত চিকিৎসা শিবির
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ ২১ সেপ্টেম্বর:মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার “মুক্তির পথ রায়গঞ্জ”- স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ইটাহার থানার ১ নং সুরুন অঞ্চলের গোড়াহার গ্রামে বিনামূল্যে দন্ত চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়।শিবিরে রোগী দেখেন মালদা মেডিক্যাল কলেজ এন্ড হসপিটলের দন্ত রোগ বিশেষজ্ঞ ডাক্তার মৌশিখা সরকার।শিবিরে মোট ১০০ জনের মত রোগী দেখা হয় এবং তাদেরকে সংস্থার পক্ষ থেকে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।শিবিরে উপস্থিত ছিলেন “মুক্তির পথ রায়গঞ্জ”-
সংস্থার সম্পাদক সামিম আক্তার,সহ – সম্পাদক সান্তনু চক্রবর্তী, সহ – সভাপতি বিধান বর্মন , কোষাধক্ষ্য কৌশর আলী, নয়ন দাস, মিন্টু সরকার।এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য আতাউর রহমান, প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য জাহাঙ্গীর আলম, আবুল কাশিম, ইব্রাহিম আলী,উত্তম দাস সহ অন্যান্যরা।বিনামূল্যে সংস্থার এই মানবিক উদ্যোগে ভীষণভাবে খুশি এলাকার সাধারণ মানুষেরা।