January 4, 2025

গ্রামে কংক্রিট শ্মশান পেয়ে খুশী গ্রামবাসীরা।

1 min read

গ্রামে কংক্রিট শ্মশান পেয়ে খুশী গ্রামবাসীরা।

লোকনাথ সরকার, কুশমন্ডি, ২০ সেপ্টেম্বর বহু দিন ধরে আকাঙ্ক্ষিত ছিলেন কুশমন্ডি ব্লকের ৫ -নং দেউল গ্রাম পঞ্চায়েতের অধীন ইসনাই পিছাকালী গ্রামবাসীদের মন। দীর্ঘ অপেক্ষার পর অবসান ঘটলো ইসনাইল পিছাকালী বাসির আকাঙ্খার।গ্রামের বাসিন্দাদের বহুদিনের দাবি ছিলো। গ্রামে একটি কংক্রিট শ্মশানের জন্য। তেমন নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় বর্ষার দিনে স্বজনের দেহ দাহ করাতে চরম সংকটে পড়তে হতো পরিজনদের। বর্ষাকালে শ্মশানের জায়গা জলমগ্ন হয়ে থাকে। এবং আগাছায় ভর্তি হয়ে থাকে জঙ্গলে। ফলে বহু সমস্যা হতো দাহ করতে।

ওই এলাকার বাসিন্দাদের এই দাবি রাখলেন বিধায়িকা রেখা রায় মহাশয়া। এদিন কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় মহাশয়া ফিতা কেটে একটি কংক্রিট শ্মশানের উদ্বোধন করেন।গ্রামে কংক্রিট শ্মশান ঘাট উদ্বোধন হওয়ায় খুশিতে ভরে উঠেছে স্থানীয় বাসিন্দাদের মন।এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান। আমরা ভীষণ ভাবে খুশি, আপ্লুত।

আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না! আজ আমাদের কতটা আনন্দ হচ্ছে। এটা আমাদের বহু দিনের দাবি ছিলো। যার আজ অবসান হলো। আমরা ধন্যবাদ জানাই বিধায়িকা রেখা রায় মহাশয়কে। যিনি আমাদের কথা শুনেছেন, এবং কথা রাখলেন।এদিন শ্মশানের দ্বারোদঘাটন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় মহাশয়া, কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি সুনন্দা বিশ্বাস মহাশয়া, বিশিষ্ট সমাজসেবি আবুল কালাম আজাদ সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *