January 4, 2025

পশ্চিমবঙ্গ ডেকরেটর্স সমন্বয় সমিতির আহ্বানে পাঁচ দফা দাবির ভিত্তিতে ধর্মঘট-

1 min read

পশ্চিমবঙ্গ ডেকরেটর্স সমন্বয় সমিতির আহ্বানে পাঁচ দফা দাবির ভিত্তিতে ধর্মঘট

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২০ সেপ্টেম্বর:সোমবার পশ্চিমবঙ্গ ডেকোরেটর্স সমন্বয় সমিতির আহ্বানে কালিয়াগঞ্জ ডেকোরেটর্স এসোসিয়েশন শাখা পাঁচ দফা দাবির ভিত্তিতে এক দিনের ধর্মঘটের ডাক দেয়।সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জ নাট মন্দির প্রাঙ্গণ থেকে একটি বিশাল মিছিল বের হয়ে কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে। মিছিলের নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ ডেকোরেটর্স সমন্বয় সমিতির রাজ্য কমিটির সদস্য তরুণ বসাক।তরুণ বসাক বলেন পাঁচ দফা দাবির ভিত্তিতে তাদের আজকের এই ধর্মঘট।

এই পাঁচ দফা দাবির মধ্যে(১) ডেকোরেটর্স সহ লাইট,মাইক ফুল এবং ক্যাটারিং শিল্পকে বাঁচাতে পঞ্চাশ জনের নিমন্ত্রিতদের বিধিনিশেধ শিথিল করতে হবে,(২)এম এস এম ই দপ্তরের মাধ্যমে দুস্থ্য ডেকোরেটর্সদের স্বল্প সুদে অনুদান ভিত্তিক ঋণের ব্যবস্থ্যা করতে হবে (৩)সরকারি দপ্তরে ডেকোরেটর্সদের কাজ সিভিল কন্ট্রাটরদের দেওয়া চলবেনা(৪)ডেকোরেটর শিল্পের আরোপিত অতি উচ্চ হারে শতকরা ১৮%পার্সেন্ট জি এস টির পরিবর্তে শতকরা ৫% পার্সেন্ট নিতে হবে

এবং মাইক ও লাইট ব্যবসায়ীদের উপর থেকে পুলিশি জুলুম অবিলম্বে বন্ধ করতে হবে।।কালিয়াগঞ্জ ডাকরেটর্স এসোসিয়েশনের সভাপতি নিমাই মিত্র এক সাক্ষাৎকারে বলেন পশ্চিমবঙ্গের সর্বত্র ডেকোরেটর্সদের জন্য কভিডের বিধিনিষেধ একই ভাবে মানতে হবে।নিমাই মিত্র বলেন তাদের আজকের ধর্মঘট সফল হয়েছে বলে তিনি দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *