অকাল দুর্গা পূজায় মেতে উঠেছে চোপড়ার আমবাড়ি গ্রামের মানুষ
1 min read
জয়দেব গোপ চোপড়া: অকাল দুর্গা পূজায় মেতে উঠেছে চোপড়ার আমবাড়ি গ্রামের মানুষ। চারিদিকে যখন চলছে কালী পূজা তার ঠিক এক দিন পরে চোপড়ার আমবাড়িতে শুর হয় অকাল দুর্গা পূজা। শুধু দুর্গা পূজায় নয় তার সাথে পূজিত হন হিন্দু ধর্মের ৩৩কোটি দেবদেবী সহ গারাম ঠাকুর। এই অকাল দুর্গা পূজা সমন্ধে মেলা কমিটির পক্ষে সঞ্জয় সিংহ, ধনদেব সিংহ ও অনাথ বন্ধু সিংহ রা জানান,তাদের এই পূজা কত তম তা তার সঠিক উত্তর তিন প্রজন্ম ধরেও সঠিক কেও জানাতে পারেনি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তবে সকলের মুখে একই কথা বাপ ঠাকুরদার হাত ধরে এই মেলা দেখে আসছেন। এক প্রবীণ গ্রামবাসী মধুসুধন সিংহ জানান,ছোট বেলা থেকে শুনে আসছে এই মেলা দুশো বছরেরও পুরোনো। কালীপূজার পরে কেন এই অকাল দুর্গা পূজা?তার উত্তরে গ্রাম বাসি ব্রজলাল ব্রজবাসী জানান,বহুকাল আগে এখানে দুর্গা পূজা হয় সেই দুর্গা পূজার সময়ে গ্রামে মহামারী ও অগ্নিসংযোগ এর ঘটনা ঘটে।তার পরে পুনরায় গ্রামবাসীরা কালী পূজার একদিন পর মা দুর্গার পূজা করেন এবং তারই সঙ্গে গারাম দেবতা ও ৩৩কোটি দেবদেবীর পূজা হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই উপলক্ষে একদিনের জন্য মেলা বসে। সেই থেকে প্রতি বছর এখানে কালী পূজার একদিন পরে দুর্গা পূজা ও একদিনের জন্য মেলাও হয়। এই মেলার বিশেষ আকর্ষণ বাগচাবা ফল।
এই ফল মেলার পাশ্ববর্তী ডাঙ্গা পাড়া গ্রামের মুষ্টিময় কয়েকজন বংস পরম্পরায় এই বাগচাবা ফলের চাষ এবং বিক্রি করে থাকেন। তাদের মধ্যে যতীন্দ্র নাথ সিংহ,বলদেব সিংহ এবং উমা শর্মা জানান,এই ফল তাদের পরিবারের কয়েক পুরুষ থেকে চাষ এবং বিক্রি করে আসছেন।এই ফল দেখতে মিষ্টি আলুর ন্যায় যা ৭০থেকে ৮০টাকা কিলো দরে বিক্রি হয়। প্রত্যেক মেলা যাত্রি কমবেশি এই ফল নিয়ে বাড়ি ফিরেন। বৃহস্পতিবার জমে উঠেছে আমবাড়ি হরিনাথগছ সার্বজনীন অকাল দুর্গা পূজার মেলা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
This medicine is recommended to be taken only once per day comprar cialis online
The first are herbal over-the-counter Cialis substitutes that contain ingredients like L-arginine and ginseng do i need a doctor prescription to buy priligy
buying generic cialis online safe Sildenafil Generic Viagra 20MG
Self-reported premature ejaculation and aspects of sexual functioning and satisfaction cialis generic 5mg
Double IUI, in which patients undergo insemination twice per cycle, has not been shown to increase pregnancy rates 97,98,99,100. clomid vs letrozole Or heard that Clomid may raise cancer risk.
I m naturally pregnant for the 2nd time in 3 months. arimidex vs tamoxifen
Other microorganisms causing infection together with S. doxycycline dosage for bv