দাড়ি বিট স্কুলের অচলাবস্থার আজ খানিকটা কাটল
1 min read
অবশেষে মনের হাজারো দুঃখ ও প্রশাসনের ওপর একরাশ ক্ষোভ নিয়ে এলাকার ছাত্র–ছাত্রীদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আজ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের দারিভিট এলাকার মানুষ ইসলামপুরের মহকুমা শাসকের কাছে দাড়ি বিট স্কুলের চাবি তুলে দিল। ফলে গত দুই মাস ধরে চলা দাড়ি বিট স্কুলের অচলাবস্থার আজ খানিকটা কাটল ।তবে গ্রামবাসীরা তাদের দাবি থেকে তারা এক পাও সরেনি, শুধুমাত্র ছাত্র–ছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে তারা স্কুল বন্ধ রাখার দাবি থেকে সরে এসেছে। গ্রামবাসীরা জানান মৃত দুইগ্রামবাসীদের দেহ কিন্তু এখনই
সৎকার করা হবে না যতক্ষণ পর্যন্ত না সিবিআই তদন্ত করা হবে।
সৎকার করা হবে না যতক্ষণ পর্যন্ত না সিবিআই তদন্ত করা হবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পাশাপাশি এই ঘটনার জন্য
যারা দায়ী তাদের যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা , এই ঘটনার
জন্য দায়ি স্কুলের
প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষককে গ্রেপ্তার
সহ গ্রামের মানুষদের পুলিশি অত্যাচার বন্ধের বিভিন্ন
দাবি এদিন তুলে দেওয়া হয় মহকুমা শাসকের কাছে একটি দাবি সনদ আকারে।
এদিন সকালে মহকুমা শাসক সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা স্কুল গেটে নির্ধারিত সময়ে
হাজির হলে গ্রামবাসীদের ধর্ণার মুখে পড়ে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত স্কুল খুলতে পারেন
নি তাঁরা।এরপর গ্রামবাসীদের সাথে আলোচনার মাধ্যমে স্কুলের তালা খোলেন মহকুমা শাসক।
যারা দায়ী তাদের যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা , এই ঘটনার
জন্য দায়ি স্কুলের
প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষককে গ্রেপ্তার
সহ গ্রামের মানুষদের পুলিশি অত্যাচার বন্ধের বিভিন্ন
দাবি এদিন তুলে দেওয়া হয় মহকুমা শাসকের কাছে একটি দাবি সনদ আকারে।
এদিন সকালে মহকুমা শাসক সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা স্কুল গেটে নির্ধারিত সময়ে
হাজির হলে গ্রামবাসীদের ধর্ণার মুখে পড়ে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত স্কুল খুলতে পারেন
নি তাঁরা।এরপর গ্রামবাসীদের সাথে আলোচনার মাধ্যমে স্কুলের তালা খোলেন মহকুমা শাসক।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সমস্যার
সমাধান করতে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয়ও বিধায়কও। এদিন সকালে স্কুল গেটের সামনে কিছু
পড়ুয়া হাজির হলেও তাদেরও ফিরিয়ে দেয় গ্রামবাসীরা।এদিন জেলা শাসক ছাড়া স্কুল খুলব না
এমন প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভকারীদের দেখা যায়। পাশাপাশি, দুই তরুণের মৃত্যুর সিবিআই তদন্ত, স্কুলের প্রধান ও সহকারি প্রধান
শিক্ষকের গ্রেফতারের দাবী জানানো প্ল্যাকার্ডও আন্দোলনকারীদের হাতে দেখা যায়। এরপরেই
আলোচনা শুরু হয় প্রশাসন ও গ্রামবাসীদের মধ্যে। মহকুমা শাসক মনিশ মিশ্র বলেন, স্কুল
খোলা হয়েছে। যতদ্রুত সম্ভব স্কুলের পঠন-পাঠান স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
সমাধান করতে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয়ও বিধায়কও। এদিন সকালে স্কুল গেটের সামনে কিছু
পড়ুয়া হাজির হলেও তাদেরও ফিরিয়ে দেয় গ্রামবাসীরা।এদিন জেলা শাসক ছাড়া স্কুল খুলব না
এমন প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভকারীদের দেখা যায়। পাশাপাশি, দুই তরুণের মৃত্যুর সিবিআই তদন্ত, স্কুলের প্রধান ও সহকারি প্রধান
শিক্ষকের গ্রেফতারের দাবী জানানো প্ল্যাকার্ডও আন্দোলনকারীদের হাতে দেখা যায়। এরপরেই
আলোচনা শুরু হয় প্রশাসন ও গ্রামবাসীদের মধ্যে। মহকুমা শাসক মনিশ মিশ্র বলেন, স্কুল
খোলা হয়েছে। যতদ্রুত সম্ভব স্কুলের পঠন-পাঠান স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});