কালিয়াগঞ্জ কংগ্রেসের উদ্যোগে মোমবাতি মিছিলের মাধ্যমে মোদি হটাও অভিযান
1 min read
তপন চক্রবর্তী–বিজেপি পরিচালিত কেন্দ্রের মোদি সরকার ভারত বর্ষের মানুষদের ধোকা দিয়ে দেশ শাসন করছে।মোদি সরকার সমস্ত ক্ষেত্রেই ব্যার্থ।তাই মোদি সরকারের বিরুদ্ধে ধীক্কার জানাতে শনিবার কালিয়াগঞ্জের শহর ও ব্লক কংগ্রেসের পক্ষ থেকে মোমবাতি মিছিলের মাধ্যমে ধীক্কার মিছিল বের করা হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মোম বাতি মিছিল বের হয় বিবেকানন্দ মোড় থেকে।শেষ হয় থানার সামনের মাঠে।মোদি সরকারের নোট বন্দির দুই বছর পূর্তিকে ধীক্কার জানাতে মোমবাতি মিছিলে পা মেলান কালিয়াগঞ্জের বিধায়ক তথা ব্লক ক্বগ্রেস সভাপতি অধ্যাপক প্রমথ নাথ রায়,কালিয়াগঞ্জ শহর কংগ্রেস সভাপতি সুজিত দত্ত,যুব কংগ্রেস নেতা তুলসী জয়সোয়াল, কংগ্রেস কমিশনার মঞ্জুরী দত্ত দাম সহ শহর ও ব্লক কংগ্রেসের বহু সমর্থকেরা।মোমবাতি মিছিলের মূল স্লোগান ছিল মোদি হটাও দেশ বাঁচাও।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});