মাড়োয়ারি যুব মঞ্চের দেওয়ালির মিলন সমারোহে সম্বর্ধিত হল গনেশ আগরওয়াল
1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর--শনিবার কালিয়াগঞ্জ মারওয়ারী যুব মঞ্চের উদ্যোগে দীপাবলি সমারোহে বিশিষ্ট সমাজসেবী তথা রক্তদান আন্দোলনের বিশিষ্ট কর্মী ও মারওয়ারী যুব মঞ্চের ব্লাড কনভেনার গনেশ আগরওয়ালকে সম্বর্ধনা দেওয়া হয়।সম্বর্ধনা দেন বিশিষ্ট সমাজসেবী সত্যানারায়ান জাজদিয়া।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ মারওয়ারী যুব মঞ্চের সভাপতি নারায়ন কার নানী,সম্পাদক পঙ্কজ বারদিয়া, জিতেশ গগ্গর,সন্দীপ শর্মা, সায়ন চন্দক, কৃষ্ণগোপাল তাপরিয়া,বরুন সারদা,শুভম তাপরিয়া ও সিধার্থ জাজদিয়া।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্বর্ধনা পেয়ে গনেশ আগরওয়াল বলেন রক্তদান মানেই জীবন দান।তাই এই আন্দোলনের সাথে আমি নিজেকে যুক্ত রাখতে পেরে আমি গর্বিত।আজ আমি সম্বর্ধনা পেয়ে আপ্লুত।এই সম্বর্ধনা আমাকে আরো উৎসাহ যোগাবে বলে জানান।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});