January 7, 2025

সারদা বিদ্যামন্দির রায়গঞ্জ বাংলা উচ্চবিদ্যালযে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল শিক্ষক দিবস

1 min read

সারদা বিদ্যামন্দির রায়গঞ্জ বাংলা উচ্চবিদ্যালযে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল শিক্ষক দিবস

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ৫ সেপ্টেম্বর: রবিবার সারদা বিদ্যামন্দির বাংলা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল ডঃ সর্বপল্লী রাধা কৃষ্ণনের জন্ম দিবস উপলক্ষে শিক্ষক দিবস পালন।প্রদীপ প্রজ্বলন দীপমন্ত্র ও মাতৃবন্দনার মাধ্যমে অনুষ্ঠানেট সূচনা করেন চুমকি দিদিভাই ও টুম্পা দাদাভাই।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রীতম দাদা ভাই। অনুষ্ঠানে পরিচয় পর্ব করিয়ে দেন রাহুল দাদা ভাই।শিক্ষক দিবসের কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন প্রধান আচার্য চিত্ত রঞ্জন মন্ডল।অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে সবাইকে মুগ্ধ করেন প্রাচী মন্ডল।অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন সঞ্জীবন সরকার,নৃত্য পরিবেশন করে সৃজা মিত্র

।সঙ্গীত পরিবেশন করেন অভিরুপা সাহা আবৃত্তি পরিবেশন করেন অমৃতা থোকদার।কৃতি ভাইবোনদের সম্বর্ধনা দেন রাহুল দাদা ভাই।বক্তব্য রাখেন বিকাশ কুমার ভৌমিক।পরবর্তীতে দাদা ভাই দিদি ভাইদের সম্বর্ধনা জ্ঞাপন করেন।নৃত্য পরিবেশন করে বেদত্রয়ী দত্ত।এরপর বক্তব্য রাখেন নীরেন বাগচী।ধন্যবাদ জ্ঞাপন করেন শ্রীমতি শুভশ্রী রায়।

অনুষ্ঠান শেষে শান্তিমন্ত্র পাঠ করেন জীবন দাদা ভাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *