8810ffba-286e-4cb9-8f28-715feeec1033

শিলিগুড়িতে অনুষ্ঠিত ওয়েস্ট বেঙ্গল স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপে উত্তর দিনাজপুর জেলার দুটি সোনা একটি সিলভার একটি ব্রোঞ্জ

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২১ এপ্রিল: উত্তরবঙ্গের শিলিগুড়িতে অনুষ্ঠিত দিল্লি পাবলিক স্কুল মাঠে ওয়েস্ট বেঙ্গল স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয।প্রতিযোগিতা হয় ১৮ই এপ্রিল থেকে ২০ এপ্রিল। এই প্রতিযোগিতায় উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট শিয়াশিনকাই শীত রিয়া ক্যারাটে ডু অ্যাসোসিয়েশনের ৭ জন প্রতিযোগীদের মধ্যে ৪ জন প্রতিযোগী পুরস্কৃত হয়।

শিহান শিবু কর্মকার কোচ উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট জানান তাদের সংস্থার যে চারজন পুরস্কৃত হয়েছেন তাদের মধ্যে দুইজন পেয়েছে স্বর্ণ পদক একজন সিলভার এবং একজন ব্রোঞ্জ পদক। ৬ বছরের কিশোরী ঐশানি সেনগুপ্ত কাটা গোল্ড মেডেল পেয়েছে,

 

 

১৭ বছরের সৌরভ রায় কুমিত গোল্ড মেডেল পায়, ১৮ বছরেরমহিলা কুমিট সিলভার এবং ১৭ বছরের মহিলা কুমিট ব্রোঞ্জ পদক পায় বলে জানান।এছাড়াও উত্তর দিনাজপুর জেলার কোচ শিহান শিবু কর্মকারকে তার বিশেষ কর্মদক্ষতার জন্য তাকে বিশেষ সম্বর্ধনা দেওয়া হয়।এই ফলাফলে উত্তর দিনাজপুর জেলার মানুষ ভীষন খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *