অষ্টমঙ্গলা কালী পূজা উপলক্ষে চোপড়ার হাপতিয়াগছ অঞ্চলের প্রেমচাঁদগছে ৩দিন ব্যাপী শুরু হল পালা গানের আসর
1 min read
জয়দেব গোপ চোপড়া:প্রতি বছরের মতো অষ্টমঙ্গলা কালী পূজা উপলক্ষে চোপড়ার হাপতিয়াগছ অঞ্চলের প্রেমচাঁদগছে ৩দিন ব্যাপী শুরু হল পালা গানের আসর। বুধবার সন্ধ্যায় এই অনুষ্ঠানের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান আবিনা টুডু, উপপ্রধান সাকির আলম,চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি আজহার উদ্দিন।
এছাড়াও পূজার উদ্যোক্তা চেতন লাল সিংহ, মাটুল সিংহ ও চোপড়ার প্রবীণ লোকশিল্পী সুবল গোপ।পূজা কমিটির উদ্যোক্তা চেতন সিংহ জানান,৩৪বছর আগে দীপাবলীর কালী পূজার ৮দিন পর
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আমরা এই পূজা শুরু করি।পূজা উপলক্ষ্যে তিনদিন ব্যাপী পালা গানের আসর বসে।পূজা ও পালাগান উপলক্ষ্যে তিনদিন বিকেলের দিকে মেলাও বসে।পালা গানকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে এই উদ্যোগ। বুধবার থেকে তিনদিন,তিনরাত্রি চলবে পালাগান।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});