January 10, 2025

কালিয়াগঞ্জ পুরহিত মঞ্চের উদ্দোগে জগধাত্রী পূজায় বস্ত্রবিতরন

1 min read
–তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর– উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরোহিত মঞ্চ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে জগদ্ধাত্রী পূজাকে কেন্দ্র করে দুস্থদের  মধ্যে গত শুক্রবার বস্ত্র বিতরণ করা হলো।বস্ত্র বিতরণ করলেন কালিয়াগঞ্জ পৌরসভা পৌর পিতা কার্তিক চন্দ্র পাল ।
সেই সাথে পৌরপিতা কার্তিক পাল কালিয়াগঞ্জ পুরোহিত মঞ্চের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন। কালিয়াগঞ্জ পুরোহিত মঞ্চের সম্পাদক স্বপন মজুমদার জানান তাদের সংগঠনের মাধ্যমে কালিযাগঞ্জের শতাধিক দুস্থ পরিবারের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ নাট মন্দির কমিটির সম্পাদক দুলাল চন্দ্র কুন্ডু,মহেন্দ্রগঞ্জ বাজার সমিতির সম্পাদক শ্রী প্রকাশ চন্দ্র কুন্ডু,মহেন্দ্রগঞ্জ শিব মন্দির কমিটির সম্পাদক সুভাষ দাস,কালিয়াগঞ্জ পুরহিত মঞ্চের সভাপতি অজিত তলাপাত্র, পুরহিত মঞ্চের সদস্য কান্তি চক্রবর্তী, স্বরূপ চক্রবর্তী, জগদীশ চন্দ্র রায়, নীলরতন চক্রবর্তী, অলকেশ চক্রবর্তী, জয়দেব চক্রবর্তী জীবন আচার্য, চঞ্চল আচার্য,প্ৰতুল মজুমদার সহ বিশিষ্ট ব্যক্তিগণ। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কালিয়াগঞ্জ পুরহিত মঞ্চ ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক স্বপন মজুমদার জানান তাদের জগদ্ধাত্রী পূজা এবার দ্বিতীয় বর্ষে পদার্পণ করল। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

শনিবার জগদ্ধাত্রী পূজা শেষে সন্ধ্যায় প্রসাদ বিতরণ ও একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে তিনি জানান। শুক্রবারেC বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন কালিয়াগঞ্জ পুরোহিত মঞ্চ সোশ্যাল ওয়েলফেয়ার সমিতির সম্পাদক স্বপন মজুমদার।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *